ETV Bharat / state

CH on Central Force: কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার মামলায় রাজ্য ও কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

author img

By

Published : Jul 12, 2023, 6:50 PM IST

আগামী 10 দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 24 জুলাই এ নিয়ে রাজ্য ও কমিশন দু’তরফেই রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷

Calcutta High Court on Central Force ETV BHARAT
Calcutta High Court on Central Force

কলকাতা, 12 জুলাই: রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সরকার ও কমিশন দু’জনেই এই রিপোর্ট পেশ করবে ৷ আগামী 10 দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত ৷ এ দিন বিএসএফ-এর আইজি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রিপোর্ট ফাইল করেন আদালতে ৷ তার পরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি, রাজ্যের নোডাল অফিসার এ নিয়ে কমিশনকে প্রতিদিন রিপোর্ট ফাইল করবেন বলে নির্দেশ দিয়েছে আদালত ৷

সেই নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘জেলা পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে বাহিনীর লোকদের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে ৷ এ ব্যাপারে রাজ্যের নোডাল অফিসার কমিশনকে প্রতিদিন রিপোর্ট করবে ৷’’ আগামী 10 দিন যাতে আর কোনও সমস্যা না হয় ৷ তার জন্য দু-পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ 24 জুলাই রিপোর্ট ফাইল করতে হবে। 26 জুলাই ফের এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগে, আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলার শুনানিতে এ দিন বিএসএফ-এর আইজি একটি রিপোর্ট আদালতে জমা দেন ৷ সেখানে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে ৷ বাহিনীর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহণ-সহ অন্যান্য আনুসাঙ্গিক ব্যবস্থা কমিশন করেনি বলে রিপোর্টে উল্লেখ করেছেন বিএসএফ-এর আইজি ৷ ফলে সময় মতো অশান্তির জায়গায় বা নির্বাচনী কেন্দ্রে পৌঁছাতে পারেনি বাহিনী ৷

আরও পড়ুন: ব্যালট বাক্স লুট ও কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু অধিকারী

বাহিনীর তরফে এই অভিযোগ পেয়ে কমিশনের প্রতি ক্ষোভপ্রকাশ ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ৷ প্রধান বিচারপতি বলেন, "আদালত এটা অনুমান করেছিল ৷ আদালতের নির্দেশ পালন না করা একেবারেই কাম্য নয় ৷ শুরু থেকেই বাহিনীর সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে ৷" এ নিয়ে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী তাঁর সওয়ালে, ‘‘রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিক আদালত যাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমস্ত সহযোগিতা করে ৷’’

উল্লেখ্য আদালত অবমাননার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট তিনজন জনস্বার্থ মামলা দায়ের করেছিল ৷ সেই মামলাতেই এ দিন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ উল্লেখ্য, বিরোধীদের ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে আদালত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর আরও 10 দিন কেন্দ্রীয় বাহিনীকে রাখার নির্দেশ দিয়েছিল ৷

কলকাতা, 12 জুলাই: রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগে এবার রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ সরকার ও কমিশন দু’জনেই এই রিপোর্ট পেশ করবে ৷ আগামী 10 দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত ৷ এ দিন বিএসএফ-এর আইজি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে রিপোর্ট ফাইল করেন আদালতে ৷ তার পরেই ক্ষুব্ধ প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজি-কে এই নির্দেশ দিয়েছেন ৷ পাশাপাশি, রাজ্যের নোডাল অফিসার এ নিয়ে কমিশনকে প্রতিদিন রিপোর্ট ফাইল করবেন বলে নির্দেশ দিয়েছে আদালত ৷

সেই নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘জেলা পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে বাহিনীর লোকদের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে ৷ এ ব্যাপারে রাজ্যের নোডাল অফিসার কমিশনকে প্রতিদিন রিপোর্ট করবে ৷’’ আগামী 10 দিন যাতে আর কোনও সমস্যা না হয় ৷ তার জন্য দু-পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ 24 জুলাই রিপোর্ট ফাইল করতে হবে। 26 জুলাই ফের এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগে, আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলার শুনানিতে এ দিন বিএসএফ-এর আইজি একটি রিপোর্ট আদালতে জমা দেন ৷ সেখানে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে ৷ বাহিনীর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহণ-সহ অন্যান্য আনুসাঙ্গিক ব্যবস্থা কমিশন করেনি বলে রিপোর্টে উল্লেখ করেছেন বিএসএফ-এর আইজি ৷ ফলে সময় মতো অশান্তির জায়গায় বা নির্বাচনী কেন্দ্রে পৌঁছাতে পারেনি বাহিনী ৷

আরও পড়ুন: ব্যালট বাক্স লুট ও কেন্দ্রীয় বাহিনীর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু অধিকারী

বাহিনীর তরফে এই অভিযোগ পেয়ে কমিশনের প্রতি ক্ষোভপ্রকাশ ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি ৷ প্রধান বিচারপতি বলেন, "আদালত এটা অনুমান করেছিল ৷ আদালতের নির্দেশ পালন না করা একেবারেই কাম্য নয় ৷ শুরু থেকেই বাহিনীর সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে ৷" এ নিয়ে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী তাঁর সওয়ালে, ‘‘রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিক আদালত যাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমস্ত সহযোগিতা করে ৷’’

উল্লেখ্য আদালত অবমাননার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ মোট তিনজন জনস্বার্থ মামলা দায়ের করেছিল ৷ সেই মামলাতেই এ দিন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ উল্লেখ্য, বিরোধীদের ভোট পরবর্তী হিংসার অভিযোগের প্রেক্ষিতে আদালত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর আরও 10 দিন কেন্দ্রীয় বাহিনীকে রাখার নির্দেশ দিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.