কলকাতা, 24 এপ্রিল: বিচারপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুকথা, সমালোচনা ও বিতর্কিত মন্তব্যের জেরে জনৈক আইনজীবী মুকুল বিশ্বাসকে শোকজ করল কলকাতা হাইকোর্ট । সোমবার ওই আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আদালতের নির্দেশ, একজন বিচারপতিকে সোশ্যাল মিডিয়ায় সম্মানহানি করার দায়ে ওই আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননা মামলার রুল ইস্যু হবে না, তার জবাব দিতে হবে আইনজীবীকে । 1 মে-র মধ্যে লিখিত আকারে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
গত পরশু ফেসবুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত পোস্ট করেন আইনজীবী মুকুল বিশ্বাস । তিনি লেখেন, "সম্প্রতি কয়েকটি ঘটনাপ্রবাহের ছবি দেখে এবং একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ভণ্ড । অরুণাভ ঘোষ যখন ওনার বিরোধিতা করে আসছিলেন, তখন অরুণাভ ঘোষের ওপর ভীষণ রাগ হয়েছিল । কিন্তু, সাম্প্রতিক অভিজ্ঞতার পর আমার উক্ত ধারণা হয়েছে । আমার ধারণা, উক্ত বিচারপতি অবসর নেওয়ার পর কোনও দলের রাজ্যসভার সাংসদ বা কোনও রাজ্যের রাজ্যপাল মনোনীত হবেন ।" আইনজীবীর এই বক্তব্যের প্রেক্ষিতে আজ তাঁকে ডেকে পাঠান বিচারপতি ।
আদালতে আইনজীবী জানান, সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন । তিনি বেছে বেছে বিশেষ ব্র্যান্ডের সংবাদমাধ্যমে কেন যাচ্ছেন ? সব সংবাদমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন না বলে দাবি করেন আইনজীবী । তাঁর আরও অভিযোগ, সেই বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়ে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষের সঙ্গে হাত মেলান । তাঁর সঙ্গে কথা বলারও ছবি প্রকাশিত হয় সামাজিক মাধ্যমে ।
এ দিন তা নিয়ে আপত্তি জানিয়ে আইনজীবী বলেন, কুণাল ঘোষ সারদা মামলায় জেল খাটা আসামি । তাঁর সঙ্গে বিচারপতি হাত মেলান কী করে, মঞ্চ শেয়ার করেন কী করে ! বিচারপতির অবশ্য বক্তব্য, তিনি কোন অনুষ্ঠানে যাবেন, কোন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেবেন, সেটা তাঁর একান্তই ব্যক্তিগত বিষয় ।
উল্লেখ্য, এর আগে বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন । সেই নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় অরুণাভ ঘোষকে জেলে পর্যন্ত পাঠাতে পারেন বলে মন্তব্য করেছিলেন, এজলাসেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা । পরে অবশ্য তা নিয়ে আর নতুন করে কোনও পক্ষই বাকবিতণ্ডায় জড়ায়নি ।
আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভিতে দেওয়া সাক্ষাৎকার নিয়ে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট