ETV Bharat / state

HC over Menaka Gambhir: মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট - Menaka Gambhir Calcutta High Court

বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর ৷ তিনি সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা (Menaka Gambhir plea in High Court) ৷ আদালত জরুরি ভিত্তিতে তাঁর আবেদনে শোনেনি ৷

Menaka Gambhir
ETV Bharat
author img

By

Published : Oct 20, 2022, 11:58 AM IST

Updated : Oct 20, 2022, 12:26 PM IST

কলকাতা, 20 অক্টোবর: মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার আবেদনে সাড়া দিল না আদালত ৷ জরুরি ভিত্তিতে অভিষেক-শ্যালিকার বিদেশ যাত্রার আবেদন শুনল না ভেকেশন বেঞ্চ । রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিলেন বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় । অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন মেনকা গম্ভীর (Calcutta High Court over Menaka Gambhir Foreign Tour) । সেই আবেদনে আপাতত সাড়া দিল না হাইকোর্ট ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর বিদেশ গেলে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে । এই দাবি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । ইডির সেই দাবিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছিলেন মেনকা । জানা গিয়েছে, অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে ব্যাংকক যেতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের শ্যালিকা ।

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

এর আগে 10 সেপ্টেম্বর ব্য়াংককের উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন মেনকা ৷ সেখানে তাঁকে আটকায় অভিবাসন দফতর ৷ তিনি বিদেশ যাত্রা করতে পারবেন না বলে জানানো হয় ৷ এরপর খবর যায় ইডির কাছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বিমানবন্দরে এসে মেনকার সঙ্গে কথা বলেন ৷ সেবার ব্যাংকক না গিয়ে ফিরে গিয়েছিলেন রুজিরার বোন ৷

5 সেপ্টেম্বর তাঁকে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ তাতে মেনকাকে দিল্লিতে নয়, কলকাতার ইডি অফিসে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ না-করার রক্ষাকবচ দিয়েছিল আদালত ৷ 10 সেপ্টেম্বর ইডির এহেন আচরণের বিরুদ্ধে মেনকা কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন ৷ কিন্তু 30 সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায়ে জানান, ইডি তাঁকে বিমানবন্দরে আটকে কোনও ভাবে আদালত অবমাননা করেনি ৷

12 সেপ্টেম্বর ইডি কলকাতার সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে পাঠায় মেনকা গম্ভীরকে ৷ সেখানে কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সাড়ে সাত ঘণ্টা ধরে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: 'আদালত অবমাননা করেনি ইডি', মেনকার মামলা খারিজ হাইকোর্টে

কলকাতা, 20 অক্টোবর: মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার আবেদনে সাড়া দিল না আদালত ৷ জরুরি ভিত্তিতে অভিষেক-শ্যালিকার বিদেশ যাত্রার আবেদন শুনল না ভেকেশন বেঞ্চ । রেগুলার বেঞ্চে আবেদন করার নির্দেশ দিলেন বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায় । অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন মেনকা গম্ভীর (Calcutta High Court over Menaka Gambhir Foreign Tour) । সেই আবেদনে আপাতত সাড়া দিল না হাইকোর্ট ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর বিদেশ গেলে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে । এই দাবি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট । ইডির সেই দাবিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার আবেদন জানিয়েছিলেন মেনকা । জানা গিয়েছে, অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে ব্যাংকক যেতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের শ্যালিকা ।

আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

এর আগে 10 সেপ্টেম্বর ব্য়াংককের উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন মেনকা ৷ সেখানে তাঁকে আটকায় অভিবাসন দফতর ৷ তিনি বিদেশ যাত্রা করতে পারবেন না বলে জানানো হয় ৷ এরপর খবর যায় ইডির কাছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা বিমানবন্দরে এসে মেনকার সঙ্গে কথা বলেন ৷ সেবার ব্যাংকক না গিয়ে ফিরে গিয়েছিলেন রুজিরার বোন ৷

5 সেপ্টেম্বর তাঁকে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির সদর দফতরে ডেকে পাঠিয়েছিল ইডি ৷ এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ তাতে মেনকাকে দিল্লিতে নয়, কলকাতার ইডি অফিসে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ না-করার রক্ষাকবচ দিয়েছিল আদালত ৷ 10 সেপ্টেম্বর ইডির এহেন আচরণের বিরুদ্ধে মেনকা কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করেন ৷ কিন্তু 30 সেপ্টেম্বর বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায়ে জানান, ইডি তাঁকে বিমানবন্দরে আটকে কোনও ভাবে আদালত অবমাননা করেনি ৷

12 সেপ্টেম্বর ইডি কলকাতার সিজিও কমপ্লেক্সের অফিসে ডেকে পাঠায় মেনকা গম্ভীরকে ৷ সেখানে কয়লাপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে সাড়ে সাত ঘণ্টা ধরে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

আরও পড়ুন: 'আদালত অবমাননা করেনি ইডি', মেনকার মামলা খারিজ হাইকোর্টে

Last Updated : Oct 20, 2022, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.