ETV Bharat / state

Calcutta HC on MGNREGA: একশো দিনের কাজের টাকা বন্ধ কেন? 20 জুনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

2021 সালের ডিসেম্বর মাস থেকে বন্ধ রাজ্যের একশো দিনের কাজের টাকা ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার ৷ সেই নিয়ে একটি মামলায় আজ কেন্দ্রের কাছে এ নিয়ে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Calcutta HC on MGNREGA ETV BHARAT
Calcutta HC on MGNREGA
author img

By

Published : Jun 6, 2023, 6:13 PM IST

কলকাতা, 6 জুন: কেন এ রাজ্যে 'মনরেগা' বা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ? মঙ্গলবার একশো দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে হওয়া মামলায় কেন্দ্রের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট ৷ এ নিয়ে আগামী 20 জুনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ কেন কেন্দ্রের তরফে টাকা বন্ধ করা হয়েছে ? কী তথ্যপ্রমাণ রয়েছে তাদের কাছে ? সেই নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷ এ নিয়ে রাজ্য সরকারের কী কী বক্তব্য রয়েছে, তাও আগামী একসপ্তাহের মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে বলেছে আদালত ৷

মনরেগা বা একশো দিনের টাকা কেন বন্ধ করা হয়েছে ? অবিলম্বে প্রকল্পের টাকা চালু করতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল খেত-মজুর কমিটি ৷ সেই মামলার শুনানিতে এ দিন রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানিয়েছেন, 2021 সালের ডিসেম্বর মাস থেকে প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র ৷ যে দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা বন্ধ করেছিল, তার প্রেক্ষিতে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে ? সেনিয়ে 5টি ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে ৷ তার পরেও একশো দিনের প্রকল্পের টাকা চালু করা হয়নি বলে অভিযোগ করেন রাজ্যের আইনজীবী ৷

তিনি আদালতকে বলেন, ‘‘একশো দিনের কাজের মাস্টার রোল তৈরি হয়ে গেলে কেন্দ্র তহবিল মঞ্জুর করে ও টাকা পাঠিয়ে দেয় ৷ কিন্তু, ফান্ড ট্রান্সফার করার নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র সেই টাকা পাঠায়নি ৷ আমরা সরকারের কাছে একাধিকবার অনুরোধ করেছিলাম, যাতে গরিব দিনমজুরি করা মানুষের কোনও কষ্ট না হয় ৷ কিন্তু, কোনও ফল হয়নি ৷’’

আরও পড়ুন: আধার ছাড়াই বাংলায় 80 লক্ষ জব কার্ড, মনরেগার দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু

তবে, রাজ্যের আইনজীবীর বক্তব্যের জবাবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিযোগ করেছেন, মনরেগার টাকা লুঠ করা হয়েছে ৷ কিন্তু, কীভাবে, কীসের ভিত্তিতে এই অভিযোগ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ? তিনি আদালতকে বলেন, ‘‘কেন্দ্রের কাছে রিপোর্ট রয়েছে ৷ ডামি ব্যাংক অ্যাকাউন্ট ও ভুয়ো জব-কার্ড বানিয়ে ও ভুয়ো টেন্ডার দেখিয়ে টাকা লুঠ করা হয়েছে ৷’’ যদিও, 2021 সালের ডিসেম্বর মাসের বকেয়া টাকা কেন্দ্র মিটিয়ে দিয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ আর 2022 সালে একটি বিজ্ঞপ্তি জারি করে মানরেগা প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে ৷

আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

তবে, আদালত যে বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে চেয়েছে, সেনিয়ে সময় চান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ সেই মতো আগামী 20 জুন অর্থাৎ, 14 দিনের সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ আর একসপ্তাহের মধ্যে রাজ্যকেও কেন্দ্রের অভিযোগগুলির প্রেক্ষিতে হলফনামা দিতে বলা হয়েছে ৷ জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

কলকাতা, 6 জুন: কেন এ রাজ্যে 'মনরেগা' বা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে ? মঙ্গলবার একশো দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে হওয়া মামলায় কেন্দ্রের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট ৷ এ নিয়ে আগামী 20 জুনের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলা হয়েছে ৷ কেন কেন্দ্রের তরফে টাকা বন্ধ করা হয়েছে ? কী তথ্যপ্রমাণ রয়েছে তাদের কাছে ? সেই নিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷ এ নিয়ে রাজ্য সরকারের কী কী বক্তব্য রয়েছে, তাও আগামী একসপ্তাহের মধ্যে রিপোর্ট আকারে জমা দিতে বলেছে আদালত ৷

মনরেগা বা একশো দিনের টাকা কেন বন্ধ করা হয়েছে ? অবিলম্বে প্রকল্পের টাকা চালু করতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল খেত-মজুর কমিটি ৷ সেই মামলার শুনানিতে এ দিন রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানিয়েছেন, 2021 সালের ডিসেম্বর মাস থেকে প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র ৷ যে দুর্নীতির অভিযোগে কেন্দ্র টাকা বন্ধ করেছিল, তার প্রেক্ষিতে রাজ্য কী কী পদক্ষেপ নিয়েছে ? সেনিয়ে 5টি ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে ৷ তার পরেও একশো দিনের প্রকল্পের টাকা চালু করা হয়নি বলে অভিযোগ করেন রাজ্যের আইনজীবী ৷

তিনি আদালতকে বলেন, ‘‘একশো দিনের কাজের মাস্টার রোল তৈরি হয়ে গেলে কেন্দ্র তহবিল মঞ্জুর করে ও টাকা পাঠিয়ে দেয় ৷ কিন্তু, ফান্ড ট্রান্সফার করার নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র সেই টাকা পাঠায়নি ৷ আমরা সরকারের কাছে একাধিকবার অনুরোধ করেছিলাম, যাতে গরিব দিনমজুরি করা মানুষের কোনও কষ্ট না হয় ৷ কিন্তু, কোনও ফল হয়নি ৷’’

আরও পড়ুন: আধার ছাড়াই বাংলায় 80 লক্ষ জব কার্ড, মনরেগার দুর্নীতি নিয়ে সরব শুভেন্দু

তবে, রাজ্যের আইনজীবীর বক্তব্যের জবাবে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য অভিযোগ করেছেন, মনরেগার টাকা লুঠ করা হয়েছে ৷ কিন্তু, কীভাবে, কীসের ভিত্তিতে এই অভিযোগ করছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ? তিনি আদালতকে বলেন, ‘‘কেন্দ্রের কাছে রিপোর্ট রয়েছে ৷ ডামি ব্যাংক অ্যাকাউন্ট ও ভুয়ো জব-কার্ড বানিয়ে ও ভুয়ো টেন্ডার দেখিয়ে টাকা লুঠ করা হয়েছে ৷’’ যদিও, 2021 সালের ডিসেম্বর মাসের বকেয়া টাকা কেন্দ্র মিটিয়ে দিয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ আর 2022 সালে একটি বিজ্ঞপ্তি জারি করে মানরেগা প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে ৷

আরও পড়ুন: 'বাংলার মানুষকে ভাতে মারছে বিজেপি !' আলিপুরদুয়ারে আন্দোলনের সুর বাঁধলেন অভিষেক

তবে, আদালত যে বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে চেয়েছে, সেনিয়ে সময় চান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ৷ সেই মতো আগামী 20 জুন অর্থাৎ, 14 দিনের সময় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে ৷ আর একসপ্তাহের মধ্যে রাজ্যকেও কেন্দ্রের অভিযোগগুলির প্রেক্ষিতে হলফনামা দিতে বলা হয়েছে ৷ জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.