কলকাতা 15 মার্চ: তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুকে আগামী সোমবার পর্যন্ত ইডি দফতরে হাজিরা দিতে হবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন ৷ ইডিকে এই মামলার সমস্ত রেকর্ড পেশ করতে হবে পরবর্তী শুনানির দিন । আগামী সোমবার হবে শুনানি । তদন্তের উপর স্থগিতাদেশ নয় । তবে আপাতত ইডি অফিসে হাজিরা দেওয়ার দরকার নেই সঞ্জয় বসুর বলে জানিয়েছে আদালত (Calcutta High Court relief for Sanjay Bose till Monday ) ।
বুধবার অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এই রায়ের উপর স্থগিতাদেশ চেয়েছিলেন । কিন্তু ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিলেন । এদিন ধীরজ ত্রিবেদী ইডির তরফে জানান, ডিভিশন বেঞ্চের এই মামলা শুনানি করার এক্তিয়ার নেই । এটা কোনও সিঙ্গেল বেঞ্চের শোনার কথা । এটা কোনও পঞ্জি(চিটফাণ্ড) সম্পর্কিত মামলা নয় । বিচারপতি আইপি মুখোপাধ্যায় জানতে চান, কেন নয় সেটা আদালতকে জানানো হোক ।
ধীরজ ত্রিবেদী বলেন, "এটা পিএমএলএ অ্যাক্টের মামলা । আমরা আর্থিক তছরুপ সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে অভিযোগ জানিয়েছি । এর সঙ্গে পঞ্জি মামলার কোনও যোগ নেই । আমরা তদন্ত করছি সেই জন্য সমন পাঠানো হয়েছে । সঞ্জয় বসু পিনকন স্পিরিট লিমিটেডের কিছু মামলা দেখা শোনা করতেন । তার জন্য 83 লক্ষ টাকা নিয়েছিলেন 2014-17 এই সময়ে । এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে সমন পাঠানো হয়েছিল ।"
বিচারপতি মুখোপাধ্যায় জানান, এটা পঞ্জি মামলা কি না সেটা বোঝার জন্য সম্পূর্ণ নথি চাই আদালতের । সঞ্জয় বসুর তরফে আইনজীবী জয়ন্ত মিত্র বলেন, "টাওয়ার ও পিনকন গ্রুপের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এফয়াইয়ার করে তদন্ত শুরু করে । তাহলে এটা পঞ্জি নাতো কী বিষয়? ইডি প্রেস রিলিজে ও লিখেছে পঞ্জি মামলা । এখন আদালতে এটা পঞ্জি মামলা নয় বলে সওয়াল করা হচ্ছে । আমরা সবাই আইনজীবী এটা কী হচ্ছে? এটা কী ধরনের সাবমিশন হচ্ছে? এর আগে তিন বার হাজিরা দিয়ে একই ডকুমেন্টস দিতে বাধ্য করা হয়েছে ।" ধীরজ ত্রিবেদী অবশ্য ফের জানান, আলাদা আলাদা দুটো এফআইয়ার দায়ের হয়েছিল । কিন্তু হাইকোর্ট আপাতত ইডিকে এই মামলার সমস্ত কেস রেকর্ড আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ।
প্রসঙ্গত, এর আগে সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি ৷ আজ বুধবার তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি ৷ তার আগে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ৷ মনে করা হচ্ছিল গ্রেফতারির আশংকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই আইনজীবী ৷ এরপরেই এদিন কলকাতা হাইকোর্ট সোমবার পর্যন্ত ইডি দফতরে হাজিরা না দেওয়ার নির্দেশ দিয়েছে তাঁকে ৷
আরও পড়ুন: ইডির হাতে গ্রেফতারের আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের আইনজীবী