ETV Bharat / state

HC on Nisith Convoy Attack Case: নিশীথের গাড়িতে হামলার অভিযোগে নাম থাকা বিজেপি কর্মীদের রক্ষাকবচ হাইকোর্টের - কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

গত 2 মার্চ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে (Nisith Pramanik Convoy Attacked) ৷ সেই ঘটনায় 23 জন বিজেপি কর্মীর নামে মামলা করে পুলিশ ৷ তাঁদের বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিল ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : Mar 23, 2023, 5:15 PM IST

কলকাতা, 23 মার্চ: কোচবিহারের 23 জন বিজেপি (BJP) কর্মীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ওই 23 জনের নামে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Union Minister Nisith Pramanik) গাড়িতে হামলা জড়িত থাকার অভিযোগ দায়ের করেছিল পুলিশ ৷ বৃহস্পতিবার এই রক্ষাকবচ দিয়ে বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Sekhar Mantha) নির্দেশ, যতদিন না ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার রায় বেরোচ্ছে, ততদিন ওই 23 জনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ।

প্রসঙ্গত, নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা নিয়েই জনস্বার্থ মামলা হয়েছে ৷ সেই মামলার উল্লেখ করেছেন বিচারপতি ৷ এদিকে বিচারপতি মান্থা তাঁর এদিনের নির্দেশে জানিয়েছেন যে আগামী 29 মার্চ পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে (Calcutta High Court relief for BJP workers) ৷ আগামী 30 মার্চ পরবর্তী শুনানি ৷ এই সময়ের মধ্যে ওই বিজেপি কর্মীরা দিনহাটা মহকুমার বাইরে বেরোতে পারবেন না ।

গত 2 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনা ঘটে কোচবিহারের দিনহাটায় ৷ তার পর রাজ্য পুলিশের তরফে একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয় ৷ ওই হামলার ঘটনায় আবার সিআইএসএফ আলাদা অভিযোগ দায়ের করে ৷ পুলিশ যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তাদের নাম আবার সিআইএসএফের মামলায় সাক্ষী হিসাবে রয়েছে ।

তাই অজয় রায় নামে এক বিজেপি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানিয়েছেন । কিন্তু বিচারপতি রাজা শেখর মান্থা মামলাটি গত সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠান । কারণ, এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে । প্রধান বিচারপতি বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন ৷ কিন্তু সেই মামলার এখনও কোনও শুনানি হয়নি ।

তাই ওই বিজেপি কর্মীরা এদিন ফের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তাঁদের যাতে পুলিশ গ্রেফতার না করতে পারে, সেই মর্মে আদেশ দেওয়ার আর্জি জানান ৷ তখন বিচারপতি মান্থা তাঁদের গ্রেফতারের উপর স্থগিতাদেশ জারি করেন ।

উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেকথা আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল চেপে গিয়েছেন বলেও প্রধান বিচারপতির বেঞ্চে উল্লেখ করা হয়েছিল কেন্দ্রের আইনজীবীর তরফে । একই সঙ্গে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও করা হয় । যদিও প্রধান বিচারপতি এখনও সেই মামলার শুনানি করেননি ।

একই সঙ্গে রাজ্য পুলিশ তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিছু করেনি বলেও অভিযোগ করা হয়েছিল । পালটা রাজ্যের তরফে জানানো হয়, হামলার ঘটনায় একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই ঘটনায় সাহেবগঞ্জ থানার তরফে একটি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করা হয়েছে । এখনও পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাস্থল ছাড়াও বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে । কিছু অস্ত্রশস্ত্র, লাঠি, মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে । এছাড়াও পুলিশ কিছু কার্তুজের ফাটা সেল উদ্ধার করেছে বলেও আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে রাজ্য ।

আরও পড়ুন: নিশীথের কনভয়ে হামলা, 28 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

কলকাতা, 23 মার্চ: কোচবিহারের 23 জন বিজেপি (BJP) কর্মীকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ ওই 23 জনের নামে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Union Minister Nisith Pramanik) গাড়িতে হামলা জড়িত থাকার অভিযোগ দায়ের করেছিল পুলিশ ৷ বৃহস্পতিবার এই রক্ষাকবচ দিয়ে বিচারপতি রাজা শেখর মান্থার (Justice Raja Sekhar Mantha) নির্দেশ, যতদিন না ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার রায় বেরোচ্ছে, ততদিন ওই 23 জনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ।

প্রসঙ্গত, নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা নিয়েই জনস্বার্থ মামলা হয়েছে ৷ সেই মামলার উল্লেখ করেছেন বিচারপতি ৷ এদিকে বিচারপতি মান্থা তাঁর এদিনের নির্দেশে জানিয়েছেন যে আগামী 29 মার্চ পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে (Calcutta High Court relief for BJP workers) ৷ আগামী 30 মার্চ পরবর্তী শুনানি ৷ এই সময়ের মধ্যে ওই বিজেপি কর্মীরা দিনহাটা মহকুমার বাইরে বেরোতে পারবেন না ।

গত 2 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনা ঘটে কোচবিহারের দিনহাটায় ৷ তার পর রাজ্য পুলিশের তরফে একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করা হয় ৷ ওই হামলার ঘটনায় আবার সিআইএসএফ আলাদা অভিযোগ দায়ের করে ৷ পুলিশ যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, তাদের নাম আবার সিআইএসএফের মামলায় সাক্ষী হিসাবে রয়েছে ।

তাই অজয় রায় নামে এক বিজেপি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানিয়েছেন । কিন্তু বিচারপতি রাজা শেখর মান্থা মামলাটি গত সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠান । কারণ, এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে । প্রধান বিচারপতি বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন ৷ কিন্তু সেই মামলার এখনও কোনও শুনানি হয়নি ।

তাই ওই বিজেপি কর্মীরা এদিন ফের বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তাঁদের যাতে পুলিশ গ্রেফতার না করতে পারে, সেই মর্মে আদেশ দেওয়ার আর্জি জানান ৷ তখন বিচারপতি মান্থা তাঁদের গ্রেফতারের উপর স্থগিতাদেশ জারি করেন ।

উল্লেখ্য, নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সেকথা আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল চেপে গিয়েছেন বলেও প্রধান বিচারপতির বেঞ্চে উল্লেখ করা হয়েছিল কেন্দ্রের আইনজীবীর তরফে । একই সঙ্গে জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও করা হয় । যদিও প্রধান বিচারপতি এখনও সেই মামলার শুনানি করেননি ।

একই সঙ্গে রাজ্য পুলিশ তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিছু করেনি বলেও অভিযোগ করা হয়েছিল । পালটা রাজ্যের তরফে জানানো হয়, হামলার ঘটনায় একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ এই ঘটনায় সাহেবগঞ্জ থানার তরফে একটি স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করা হয়েছে । এখনও পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাস্থল ছাড়াও বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে । কিছু অস্ত্রশস্ত্র, লাঠি, মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে । এছাড়াও পুলিশ কিছু কার্তুজের ফাটা সেল উদ্ধার করেছে বলেও আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে রাজ্য ।

আরও পড়ুন: নিশীথের কনভয়ে হামলা, 28 বিজেপি নেতাকর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.