কলকাতা, 14 নভেম্বর: বোমা বিস্ফোরণের ঘটনায় সাজাপ্রাপ্ত লস্কর-ই-তৈবা জঙ্গির (Lashkar e Taiba militant) মৃত্যুদণ্ড খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সে-সহ সাজাপ্রাপ্ত 4 জনেরই মৃত্যুদণ্ড খারিজ করা হয়েছে ৷
2007 সালে বাংলাদেশ থেকে সীমান্ত পেরনোর সময়ে বনগাঁয় গ্রেফতার করা হয় শেখ আবদুল নঈম-সহ 4 জনকে (HC Life to Lashkar Militant)। শুধু ভুয়ো পরিচয়পত্র ও লাইসেন্স নয়, ধৃতদের কাছে পাওয়া যায় বিস্ফোরকও । মামলার তদন্ত শুরু করে সিআইডি । তদন্তকারীদের দাবি, নঈম ও তার সঙ্গীরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য (HC Life to Lashkar Militant)।
2018 সালে শেখ আবদুল নঈম-সহ অন্যান্যদের মৃত্যুদণ্ড দেয় বনগাঁ আদালত । হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন সাজাপ্রাপ্ত আসামী নঈম ও অন্যান্যরা ৷
আরও পড়ুন: লস্কর নেতা শাহিদ মেহমুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা চিন !
বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের মৃত্যুদণ্ডের সাজা খারিজ করে 10 বছরের জেল এবং 25 হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন । মহম্মদ ইউনিস, শেখ বিলাল - এই দুজন পাকিস্তানির ক্ষেত্রেও একই রায় বহাল রয়েছে । দুজনেরই প্রায় 15 বছর করে জেল খাটা হয়ে গিয়েছে । তাই 2 পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ।