কলকাতা, 3 অক্টোবর: বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের সংহতি যাত্রা-র রুট ম্যাপ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার মামলার আবেদনকারীদের সব জেলার মিছিলের রুটম্যাপ দিয়ে নতুন হলফনামা জমা দিতে হবে ৷ মঙ্গলবার ঠিক এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । আগামিকাল বেলা 12টায় ফের শুনানি রয়েছে এই মামলার । যদিও আদৌ মিছিল এবং সমাবেশের ছাড়পত্র দেওয়া হবে কি না সেই সিদ্ধান্ত এখনও হয়নি ৷
এদিন মামলার শুনানিতে এই নিয়েই বাদানুবাদ হয় বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী ফিরোজ এডুলজি এবং রাজ্যের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মধ্যে ৷ শুনানিতে বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী ফিরোজ এডুলজি বলেন,"বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদ প্রতি বছর এমন মিছিল সমাবেশ করে । 29 সেপ্টেম্বর জলপাইগুড়ি থেকে একটি মিছিল সভায় আসবে ৷ এই বিষয়ে সার্কিট বেঞ্চ ইতিমধ্যেই অনুমতি দিয়েছে । রানি রাসমণি অ্যাভিনিউতে এদিন প্রায় 2 হাজার লোকের জমায়েত হওয়ার কথা রয়েছে । 16 বছর বয়সে দেশের জন্য় প্রাণ দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। সেকথা সকলেই জানে ৷ কিন্তু ওড়িশার বালাজি রাওয়ের জীবন দানের কথা তেমন পরিচিত নয় ৷ 12 বছর বয়সে তিনি দেশের জন্য় প্রাণ দেন ৷ আমরা এই সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও বীর শহিদদের স্বরণে এই সমাবেশ করছি । গোটা দেশে এমন সমাবেশ হচ্ছে ।"
বিচারপতি প্রশ্ন করেন, "জাতীয় সড়ক দিয়ে কি এই মিছিল আসবে?" জবাবে বিশ্বহিন্দু পরিষদের আইনজীবী এক্ষেত্রে তুলে আনেন গত শুক্রবারের আদবাসীদের মিছিলের কথা ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "গত শুক্রবারও গোটা শহর স্তব্ধ হয়েছিল । জাতীয় সড়ক, রাজ্য সড়ক বন্ধ ছিল ।" বিচারপতি মন্তব্য় করেন, "সেটা তো খুব খারাপ দিন গিয়েছে ।" রাজ্যের তরফে আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় পালটা যুক্তি দিয়ে বলেন, "গত শুক্রবার র্যালির জন্য রাজ্যের তরফে (আদিবাসীদের) কোনও অনুমতি দেওয়া হয়নি ।" এরপর বিচারপতি প্রশ্ন করেন, "তাহলে কি পদক্ষেপ করেছেন ?" রাজ্য তরফে জানানো হয়,"অভিযোগ দায়ের হয়েছে (আদিবাসী মিছিলকারীদের বিরুদ্ধে)।" তারপর বিশ্ব হিন্দু পরিষদের এই মিছিলের প্রসঙ্গে তিনি বলেন,"বিশ্বহিন্দু পরিষদ, বজরং দলের সদস্যরা কোথাও 100, কোথাও 200 বাইক, রথ ইত্যাদি নিয়ে মিছিল করবে । এখন পুজোর মরশুম। মানুষ বাজার করতে যাবে । তাছাড়া বহু এলাকা আছে যেগুলি স্পর্শ কাতর । সেখান দিয়ে আসার সময় সমস্যা হতে পারে ।"
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বৃষ্টিতে ভিজে, পথে বসে প্রতিবাদ বিজেপি বিধায়কদের
পালটা বিচারপতি জানতে চান, সার্কিট বেঞ্চ যে অনুমতি দিয়েছে তা কীভাবে পালন করবে রাজ্য ? জবাবে রাজ্যের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "সেটা উত্তরবঙ্গের প্রশাসন ঠিক করবে । আর এটা কোনও রাজনৈতিক ব়্যালি নয় ।" ক্ষুব্ধ বিশ্বহিন্দু পরিষদের আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "তাহলে 21 জুলাই কি করে অনুমতি দেওয়া হয় ?" রাজ্যের তরফে আইনজীবী জানান, সরকার আর রাজনৈতিক দল আলাদা বিষয় । তিনি সরকারের প্রতিনিধি । কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন । বিচারপতি সেনগুপ্ত শেষে বলেন, " এটা শুধু রানি রাসমণি মোড়ের সভার বিষয় নয় । এত জেলা থেকে মিছিল আসবে । কোন পথ দিয়ে আসবে ? কোথায় রাতে থাকবে ? পুলিশ কী করবে ? রুট ম্যাপ কী ? এই নিয়ে আগামীতে বিস্তারিত জানান আদালতকে ।"