ETV Bharat / state

Kharagpur IIT Student Death: খড়গপুর আইআইটি-তে ছাত্র মৃত্যুর ঘটনায় কেস ডাইরি তলব হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

খড়গপুর আইআইটি-তে (Kharagpur IIT Student Death) তৃতীয় বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় কেস ডাইরি তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখার মান্থা ।

Calcutta High Court orders to submit case diary of Kharagpur IIT student death case
খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় কেস ডাইরি তলব হাইকোর্টের
author img

By

Published : Nov 3, 2022, 11:51 AM IST

Updated : Nov 3, 2022, 11:59 AM IST

কলকাতা, 3 নভেম্বর: খড়গপুর আইআইটি-র তৃতীয় বর্ষের (Kharagpur IIT Student Death) পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেস ডাইরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখার মান্থা । তদন্তকারী অফিসারকে আগামী বুধবার হাজির হতে হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে গোটা ঘটনায় তাঁর বক্তব্য জানিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে । ওই ঘটনার তদন্তে সিনিয়র কোনও পুলিশ অফিসারকে নিয়োগ করতে বলা হয়েছে । ওই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি রাগিং কমিটি আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে । আদালত বলেছে, ভিসেরা এখনই পরীক্ষার জন্য পাঠাতে হবে ফরেন্সিক বিভাগে । সিসিটিভি চলছিল কি না পুলিশকে দেখতে বলা হয়েছে ।

আইআইটি খড়গপুরের তৃতীয় বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় মৃতের দেহ বিকৃত করা হয়েছে কি না, তা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত ৷ এই ঘটনায় সব কর্তৃপক্ষের বক্তব্য রেকর্ড করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন এসপি ।

আরও পড়ুন: ছেলেকে খুন করা হয়েছে, দাবি খড়গপুর আইআইটি-তে মৃত ছাত্রের বাবার

পরের বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে । এ ধরনের ঘটনায় হস্টেল রুম খতিয়ে দেখার নির্দেশের পাশাপাশি ময়নাতদন্ত সংক্রান্ত একাধিক গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টের । সে গুলো মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন পুলিশ সুপার নিযুক্ত স্পেশাল অফিসার ।

খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে গত 31 অক্টোবর সিআইডি বা সিট (বিশেষ তদন্তকারী দল)-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার । উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি ছিল পরিবারের । তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা । যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন ।

কলকাতা, 3 নভেম্বর: খড়গপুর আইআইটি-র তৃতীয় বর্ষের (Kharagpur IIT Student Death) পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেস ডাইরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজা শেখার মান্থা । তদন্তকারী অফিসারকে আগামী বুধবার হাজির হতে হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে গোটা ঘটনায় তাঁর বক্তব্য জানিয়ে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে । ওই ঘটনার তদন্তে সিনিয়র কোনও পুলিশ অফিসারকে নিয়োগ করতে বলা হয়েছে । ওই শিক্ষা প্রতিষ্ঠানে অ্যান্টি রাগিং কমিটি আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে । আদালত বলেছে, ভিসেরা এখনই পরীক্ষার জন্য পাঠাতে হবে ফরেন্সিক বিভাগে । সিসিটিভি চলছিল কি না পুলিশকে দেখতে বলা হয়েছে ।

আইআইটি খড়গপুরের তৃতীয় বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় মৃতের দেহ বিকৃত করা হয়েছে কি না, তা পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত ৷ এই ঘটনায় সব কর্তৃপক্ষের বক্তব্য রেকর্ড করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন এসপি ।

আরও পড়ুন: ছেলেকে খুন করা হয়েছে, দাবি খড়গপুর আইআইটি-তে মৃত ছাত্রের বাবার

পরের বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে । এ ধরনের ঘটনায় হস্টেল রুম খতিয়ে দেখার নির্দেশের পাশাপাশি ময়নাতদন্ত সংক্রান্ত একাধিক গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টের । সে গুলো মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন পুলিশ সুপার নিযুক্ত স্পেশাল অফিসার ।

খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে গত 31 অক্টোবর সিআইডি বা সিট (বিশেষ তদন্তকারী দল)-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার । উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি ছিল পরিবারের । তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা । যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন ।

Last Updated : Nov 3, 2022, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.