কলকাতা, 6 সেপ্টেম্বর: সোমবার 23 জনকে সেপ্টেম্বরের মধ্যে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ মঙ্গলবার বনলতা সমাদ্দার মামলায় ফের 54 জনকে প্রাথমিকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়(Calcutta High Court Orders To Give Job 54 Primary Candidates By September)৷
28 সেপ্টেম্বরের মধ্যে মোট 55 জনকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । 2014 প্রাথমিক টেটে 6টি প্রশ্ন ভুল মামলায় চাকরির নির্দেশ দেয় আদালত । 2014 টেটে 6টি প্রশ্ন ভুল মামলায় হাইকোর্টের নির্দেশ মেনেই বাড়তি নম্বরের ভিত্তিতে উত্তীর্ণ হন 77 জনই(2014 Primary TET Recruitment)। পুজোর আগেই সেপ্টেম্বরের মধ্যেই 77 জনকে চাকরির নির্দেশ । রাজ্য শূন্যপদ জানানোর ভিত্তিতে নিয়োগ সুপারিশ দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । পাশাপাশি 28 সেপ্টেম্বর নিয়োগের এই নির্দেশ কার্যকর হল কি না, তা হাইকোর্টে জানাতে হবে বলেও জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
এই মামলায় সোমবার 23 জনকে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । মঙ্গলবার ফের 54জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন তিনি ৷
আরও পড়ুন : 2014 সালের 23 প্রার্থীকে সেপ্টেম্বরের মধ্যেই চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের