কলকাতা, 21 মার্চ : আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আদতে তাদের ভূমিকা কী ? এই প্রশ্ন তুলে সিভিক ভলান্টিয়ারদের কাজের ব্যাপারে গাইডলাইন তৈরি করতে রাজ্য পুলিশের আইজি'কে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ।
মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছেন, সিভিক ভলান্টিয়ারদের কী কী কাজে ব্যাবহার করা হয় ৷ তাদের ভূমিকা ঠিক কী, সেই বিষয়ে গাইডলাইন তৈরি করে আগামী 29 মার্চ তা আদালতে জমা দিতে হবে রাজ্য পুলিশকে । রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) অপব্যবহার করা হচ্ছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে । যেহেতু তারা শাসকদল নিযুক্ত তাই তাদেরকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ৷ এরপরেই এদিন আদালত রাজ্যকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল (guidelines for Civic Volunteers) ৷
উল্লেখ্য, সরশুনা থানার বিরুদ্ধে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে । তারপর থেকে তিনি নিখোঁজ । যুবকের পরিবারের তরফে হাইকোর্টে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, পুলিশ সঙ্গে গেলেও, মূলত দু'জন সিভিক ভলান্টিয়ার তাঁকে তুলে নিয়ে যায় । এই বিষয়ে পরিবারের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য, এর আগে হাওড়ায় আনিশ খানের বাড়িতে আমতা থানার পুলিশ গভীর রাতে গিয়ে হামলা চালায় । সেখানেও সিভিক ভলান্টিয়াররা বাড়িতে ঢুকেছিল বলে পুলিশই স্বীকার করেছে । আর সরশুনার ক্ষেত্রেও সিভিক পুলিশদের বিরুদ্ধেই অভিযোগ।
আরও পড়ুন: হোয়্যাটসঅ্যাপে সতর্কবার্তা, অয়নের বান্ধবী শ্বেতার সঙ্গে গোপন যোগ ইডির ?
উল্লেখ্য, হাওয়ার আমতার যুবক আনিশ খানের মৃত্যুর রহস্য এখনও পর্যন্ত উন্মোচন হয়নি । পুলিশের দাবি, ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছিল সিভিক পুলিশের । কারণ আমতা থানার তরফে সেদিন রাতে কর্মরত সিভিক ভলান্টিয়ারদেরকে পাঠানো হয়েছিল তাঁর বাড়িতে ।