ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজ্য নির্বাচন কমিশনকে ভোট প্রস্তুতির রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের - পঞ্চায়েত নির্বাচন 2023

রাজ্য নির্বাচন কমিশনকে কাজের গতি বাড়াতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সোমবার একটি রিপোর্টও তলব করা হয়েছে কমিশনের কাছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Jun 28, 2023, 6:03 PM IST

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 28 জুন: ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের প্রচারপর্ব ৷ শেষ মনোনয়ন জমা ও প্রত্যাহারের কাজও ৷ 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ এমতাবস্থায় এবার রাজ্য নির্বাচন কমিশনকে তাদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । বুধবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এক মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

উল্লেখ্য, কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয় দেখার জন্য দিল্লিতে একজন নোডাল অফিসার নিযুক্ত করেছে । তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে । কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট আধিকারিককে বাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন কিছু জানায়নি বলে অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে এদিন হাইকোর্ট কমিশনের উদ্দেশ্যে বলে, "কমিশন যদি এইরকম আচরণ করে তাহলে সাধারণ ভোটাররা কি করে আত্মবিশ্বাস পাবে?" এরপরেই এদিন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, কমিশন আদালতের দেওয়া নির্দেশ কীভাবে পালন করছে সেই বিষয়ে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত আকারে রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷

প্রধান বিচারপতির বেঞ্চ এদিন নির্দেশে আরও জানিয়েছে, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে জেলাশাসকদের নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন । তাই হাইকোর্টের নির্দেশের পর কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আদালতকে জানাতে হবে ৷ এছাড়াও, এই ভোটে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়েছে কি না? সিসিটিভির কী ব্যবস্থা করা হয়েছে? চুক্তিভিত্তিক কর্মীদের কাজে লাগানো হয়েছে কি না এই যাবতীয় বিষয় নিয়ে আগামী সোমবারের মধ্যে কমিশন একটি রিপোর্ট দেবে ।

আরও পড়ুন: নন্দীগ্রামের দুই ব্লকে একাধিক বিজেপি নেতা-কর্মীকে সুরক্ষাকবচ দিল হাইকোর্ট

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের কাজে সিভিক ভলান্টিয়ারদের কোনও ভাবেই আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তাদের শুধুমাত্র ভিড় সামলাতে বা কাউকে রাস্তা পারাপারের কাজে ব্যবহার করা যেতে পারে । এদিন মামলার শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, 24 জুন রাজ্য নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে সেখানে বাহিনী বন্টনের ব্যাপারে কিছু স্পষ্ট করে বলা নেই ৷ কত বুথে কত বাহিনী দেওয়া হয়েছে তার উল্লেখ নেই । শুধুমাত্র জেলাভিত্তিক একটি চার্টে বাহিনীর সংখ্যা উল্লেখ করা হয়েছে । অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এদিন আরও দিল্লিতে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে কেন্দ্রের তরফে । মঙ্গলবার রাতে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ! বারুইপুরে ফিরছে শান্তি

এরপর প্রধান বিচারপতি রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, "নোডাল অফিসার নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার । আপনারা তাঁকে জানান । একটা ই-মেল করার তো ব্যাপার । 8 জুলাই সকালেই আপনারা সব করে ফেলবেন এরকম তো নয় !" জবাবে নির্বাচন কমিশনের আইনজীবী কিশোর দত্ত বলেন, "রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মতোই কাজ করছে । কেন্দ্রের যে কেন মনে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন কিছু করছে না, তা ঠিক বোধগম্য হচ্ছে না ।"

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের বক্তব্য

কলকাতা, 28 জুন: ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের প্রচারপর্ব ৷ শেষ মনোনয়ন জমা ও প্রত্যাহারের কাজও ৷ 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ এমতাবস্থায় এবার রাজ্য নির্বাচন কমিশনকে তাদের কাজের গতি বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । বুধবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত এক মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

উল্লেখ্য, কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয় দেখার জন্য দিল্লিতে একজন নোডাল অফিসার নিযুক্ত করেছে । তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখতে । কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট আধিকারিককে বাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন কিছু জানায়নি বলে অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে এদিন হাইকোর্ট কমিশনের উদ্দেশ্যে বলে, "কমিশন যদি এইরকম আচরণ করে তাহলে সাধারণ ভোটাররা কি করে আত্মবিশ্বাস পাবে?" এরপরেই এদিন প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, কমিশন আদালতের দেওয়া নির্দেশ কীভাবে পালন করছে সেই বিষয়ে আগামী সোমবার রাজ্য নির্বাচন কমিশনকে সংক্ষিপ্ত আকারে রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷

প্রধান বিচারপতির বেঞ্চ এদিন নির্দেশে আরও জানিয়েছে, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে জেলাশাসকদের নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন । তাই হাইকোর্টের নির্দেশের পর কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আদালতকে জানাতে হবে ৷ এছাড়াও, এই ভোটে সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়েছে কি না? সিসিটিভির কী ব্যবস্থা করা হয়েছে? চুক্তিভিত্তিক কর্মীদের কাজে লাগানো হয়েছে কি না এই যাবতীয় বিষয় নিয়ে আগামী সোমবারের মধ্যে কমিশন একটি রিপোর্ট দেবে ।

আরও পড়ুন: নন্দীগ্রামের দুই ব্লকে একাধিক বিজেপি নেতা-কর্মীকে সুরক্ষাকবচ দিল হাইকোর্ট

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের কাজে সিভিক ভলান্টিয়ারদের কোনও ভাবেই আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ তাদের শুধুমাত্র ভিড় সামলাতে বা কাউকে রাস্তা পারাপারের কাজে ব্যবহার করা যেতে পারে । এদিন মামলার শুনানিতে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, 24 জুন রাজ্য নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছে সেখানে বাহিনী বন্টনের ব্যাপারে কিছু স্পষ্ট করে বলা নেই ৷ কত বুথে কত বাহিনী দেওয়া হয়েছে তার উল্লেখ নেই । শুধুমাত্র জেলাভিত্তিক একটি চার্টে বাহিনীর সংখ্যা উল্লেখ করা হয়েছে । অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এদিন আরও দিল্লিতে নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে কেন্দ্রের তরফে । মঙ্গলবার রাতে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ! বারুইপুরে ফিরছে শান্তি

এরপর প্রধান বিচারপতি রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, "নোডাল অফিসার নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার । আপনারা তাঁকে জানান । একটা ই-মেল করার তো ব্যাপার । 8 জুলাই সকালেই আপনারা সব করে ফেলবেন এরকম তো নয় !" জবাবে নির্বাচন কমিশনের আইনজীবী কিশোর দত্ত বলেন, "রাজ্য নির্বাচন কমিশন আদালতের নির্দেশ মতোই কাজ করছে । কেন্দ্রের যে কেন মনে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন কিছু করছে না, তা ঠিক বোধগম্য হচ্ছে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.