কলকাতা, 8 মার্চ: চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় ফের স্কুল সার্ভিস কমিশনের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (High Court orders SSC to submit report on Group D Recruitment ) । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী 17 মার্চের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে এই ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
এই মামলায় অভিযোগকারীদের মূল অভিযোগ ছিল, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও এবং মেধা তালিকার নিচের দিকে নাম থাকা 90 জনকে চাকরি দিয়েছে এসএসসি ৷ ফলে যোগ্য বহু প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হয়েছেন ৷ পাশাপাশি একটি জেলার জন্য আবেদনকারী প্রার্থীকে অন্য একটি জেলায় নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ ৷ স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক ভাবে আদালতে জানিয়েছে এই সমস্ত নিয়োগই ভুয়ো । তারা এই সমস্ত প্রার্থীদের নিয়োগের জন্য কোনও সুপারিশ পত্র দেয়নি ৷ কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডের বক্তব্য তারা সুপারিশ পত্রের হার্ড কপি ও সফট কপি দুটোই পেয়েছিলেন বলেই প্রার্থীদের নিয়োগ পত্র দেওয়া হয় ।
আরও পড়ুন : বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের তলব হাইকোর্টের
মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস সামিম বলেন,"এই মামলাটিতেও সিবিআই অনুসন্ধানে নির্দেশ দেওয়া দরকার । রাজ্যের উচ্চপদস্থ কর্তারা এতে যুক্ত না থাকলে এই ধরনের দুর্নীতি সম্ভবই নয় ।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব পক্ষের বক্তব্য শোনার পর মঙ্গলবার নির্দেশ দেন, আগামী 17 মার্চ স্কুল সার্ভিস কমিশনকে রিপোর্ট দিয়ে জানাতে হবে এই সমস্ত প্রার্থীদের নাম আদৌ মেধা তালিকায় ছিল কি না । নিয়োগের ক্ষেত্রে জাতিগত সংরক্ষণ আদৌ মানা হয়েছিল কি না, সেই ব্যাপারেও রিপোর্ট দিতে হবে এসএসসি'কে । ওই দিনই মামলার পরবর্তী শুনানি ৷