ETV Bharat / state

Panchayat Elections 2023: মনোনয়নের দিনগুলিতে ভাঙড় থানা ও বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের - সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

মনোনয়ন জমা দেওয়ার দিনগুলিতে ভাঙড় থানা ও বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার জন্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jul 5, 2023, 3:02 PM IST

কলকাতা, 5 জুলাই: মনোনয়ন জমা দেওয়ার দিনগুলিতে ভাঙড়ের বিডিও অফিস এবং ভাঙড় ও কাশীপুর থানার ভিতরে ও বাইরের যাবতীয় সিসিটিভি ফুটেজ আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে মামলাকারীকে দেবে রাজ্য সরকার । বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । এর আগে, বিচারপতি রাজা শেখর মান্থার যাবতীয় নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত ।

ক্যানিংয়ে এক বিরোধী দলের সমর্থকের নিখোঁজ হওয়ার ঘটনায় 26 জুন আদালত তাঁকে খুঁজে বের করার নির্দেশ দিলেও কেন এখনও তাঁর হদিশ নেই, আগামী শুনানিতে আদালতে তারও রিপোর্ট দিতে হবে পুলিশকে ।

ভাঙড়, ক্যানিং, মীনাখা, বসিরহাটের মনোনয়ন জমা নিয়ে গোলমালের ঘটনা, পুলিশের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার মতো অভিযোগ নিয়ে এ দিন রাজ্য সরকার আদালতে হলফনামা জমা দেয় । আগামী 18 জুলাই সব কটি মামলার শুনানি একসঙ্গে হবে । আগামী কয়েকদিন সংসদে তাঁদের ব্যস্ততা থাকবে । তাই দুপক্ষের দুই আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি পিছিয়ে 18 জুলাই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: পঞ্চায়েতে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অধীরের আবেদন খারিজ হাইকোর্টে

এ ছাড়া অন্য একটি মামলায় আমতার 57টি পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে । চন্দ্রপুর গ্রামে পুলিশ পিকেট রাখারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

2021 সালের বিধানসভা নির্বাচনের পর অশান্তি ও গোলমালে গ্রাম ছাড়ে 57টি সিপিআইএম সমর্থিত পরিবার । পঞ্চায়েত ভোট দিতে গ্রামে ফিরলে তাঁদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এই অভিযোগে মামলা করেন 57টি পরিবারের সদস্য । সেই মামলাতেই এ দিন তাঁদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ।

কলকাতা, 5 জুলাই: মনোনয়ন জমা দেওয়ার দিনগুলিতে ভাঙড়ের বিডিও অফিস এবং ভাঙড় ও কাশীপুর থানার ভিতরে ও বাইরের যাবতীয় সিসিটিভি ফুটেজ আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে মামলাকারীকে দেবে রাজ্য সরকার । বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত । এর আগে, বিচারপতি রাজা শেখর মান্থার যাবতীয় নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত ।

ক্যানিংয়ে এক বিরোধী দলের সমর্থকের নিখোঁজ হওয়ার ঘটনায় 26 জুন আদালত তাঁকে খুঁজে বের করার নির্দেশ দিলেও কেন এখনও তাঁর হদিশ নেই, আগামী শুনানিতে আদালতে তারও রিপোর্ট দিতে হবে পুলিশকে ।

ভাঙড়, ক্যানিং, মীনাখা, বসিরহাটের মনোনয়ন জমা নিয়ে গোলমালের ঘটনা, পুলিশের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকদের বাধা দেওয়ার মতো অভিযোগ নিয়ে এ দিন রাজ্য সরকার আদালতে হলফনামা জমা দেয় । আগামী 18 জুলাই সব কটি মামলার শুনানি একসঙ্গে হবে । আগামী কয়েকদিন সংসদে তাঁদের ব্যস্ততা থাকবে । তাই দুপক্ষের দুই আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের আবেদনের ভিত্তিতে মামলার শুনানি পিছিয়ে 18 জুলাই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: পঞ্চায়েতে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অধীরের আবেদন খারিজ হাইকোর্টে

এ ছাড়া অন্য একটি মামলায় আমতার 57টি পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত । তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য হাওড়া গ্রামীণ পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে । চন্দ্রপুর গ্রামে পুলিশ পিকেট রাখারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

2021 সালের বিধানসভা নির্বাচনের পর অশান্তি ও গোলমালে গ্রাম ছাড়ে 57টি সিপিআইএম সমর্থিত পরিবার । পঞ্চায়েত ভোট দিতে গ্রামে ফিরলে তাঁদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে, এই অভিযোগে মামলা করেন 57টি পরিবারের সদস্য । সেই মামলাতেই এ দিন তাঁদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.