ETV Bharat / state

HC Orders Police on Muharram Issue: মহরমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পুলিশকে নোটিশ জারি করার নির্দেশ হাইকোর্টের - প্রধান বিচারপতির বেঞ্চ

মহরমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পাবলিক নোটিশ জারি করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশে জানায়, শব্দ দূষণ মানুষের শান্তি বিঘ্নিত করলে তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে।

Etv Bharat
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jul 27, 2023, 4:04 PM IST

কলকাতা, 27 জুলাই: মহরমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে রাজ্য পুলিশকে পাবলিক নোটিশ জারি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাত 10 টা'র পর সাধারণত মাইক বাজানো নিষিদ্ধ। এই বিষয়টি সম্পর্কে আদৌ সকলে অবহিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবার পুলিশকে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ একই সঙ্গে, সময় এবং আওয়াজের ক্ষেত্রে রাশ টানতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত ৷

আগামী 29 জুলাই মহরম ৷ আর সেই উপলক্ষে কখন এবং কতক্ষণ মাইক বা বক্স বাজানো যাবে, তার উল্লেখ করতে হবে নোটিশে, তাও স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। পার্ক সার্কাস এলাকার এক বাসিন্দার দায়ের করা মামলায় নির্দেশ দিল হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, উৎসব আসলেই দিনরাত শব্দের তাণ্ডব চলে তাঁর বাড়ির সামনে। ফুটপাথ জুড়ে চলে রান্না, খাওয়া-দাওয়া ইত্যাদি। বাড়িতে বয়স্ক মানুষ বা শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা এরা ধর্তব্যের মধ্যে আনে না বলেও অভিযোগ ওই মামলাকারীর। পার্ক স্ট্রিট থানায় মামলাকারী মহিলা সগুপ্তা সুলেমান বারংবার অভিযোগ জানিয়েও সুরাহা পাননি বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়ে জানায়, মাইক ব্যবহার হলে তাতে সাউন্ড লিমিটার থাকতে হবে। রাজ্যের তরফে এদিন জানানো হয়, একদিন পরই মহরম। এত দ্রুত এমন নির্দেশ কার্যকর করা কঠিন। যদিও আদালত তাতে গুরুত্ব না দিয়ে বিষয়টি সদর্থকভাবে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে ৷ রাজ্যের তরফে শুনানিতে জানানো হয়, পুলিশে অভিযোগ জানালে ব্যাবস্থা নেওয়া হয়েছে। এবং নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও জানানো হয়। সময়ের উপর নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্যের তরফে।

যদিও মামলাকারীর বক্তব্য, এটা বন্ধ হচ্ছে না। এবং ক্রমাগত শব্দ দুষণ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিমকোর্টের নির্দেশ উল্লেখ করে জানায়, এই ধরনের শব্দ দূষণ মানুষের শান্তি বিঘ্নিত করলে তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষত অসুস্থ ও শিশুদের ঘুম নষ্ট করা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা নষ্ট করা যাবে না কোনওভাবে। ছোট শিশু ও বয়স্কদের শান্তিতে ঘুমোনোর সময় দিতে হবে বলেও নির্দেশে জানায় আদালত। সুপ্রিমকোর্ট বার বার শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে লাউডস্পিকার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের নামেও শান্তি বিঘ্নিত যাতে না হয় তা দেখতে হবে প্রশাসনকে।

আরও পড়ুন: বিজেপির মুলতুবি প্রস্তাব প্রথম গৃহীত বিধানসভায়, আইনশৃঙ্খলা-ভোট হিংসা নিয়ে আজই আলোচনা

একই সঙ্গে এদিন নির্দেশ দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুলিশকে একটি পাবলিক নোটিশ জারি করতে হবে ৷ একই সঙ্গে, মহরম উপলক্ষে ড্রাম বা মাইক বাজানোর সময়ও নিয়ন্ত্রণ করতে হবে। আদালত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও পাবলিক নোটিশ জারি করারও নির্দেশ দেয় ৷ সে ক্ষেত্রে অনুমতিযোগ্য মাত্রা এবং সময়ের বিষয়ে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

কলকাতা, 27 জুলাই: মহরমে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে রাজ্য পুলিশকে পাবলিক নোটিশ জারি করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাত 10 টা'র পর সাধারণত মাইক বাজানো নিষিদ্ধ। এই বিষয়টি সম্পর্কে আদৌ সকলে অবহিত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে এবার পুলিশকে পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ একই সঙ্গে, সময় এবং আওয়াজের ক্ষেত্রে রাশ টানতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে আদালত ৷

আগামী 29 জুলাই মহরম ৷ আর সেই উপলক্ষে কখন এবং কতক্ষণ মাইক বা বক্স বাজানো যাবে, তার উল্লেখ করতে হবে নোটিশে, তাও স্পষ্ট করে দিয়েছেন প্রধান বিচারপতি। পার্ক সার্কাস এলাকার এক বাসিন্দার দায়ের করা মামলায় নির্দেশ দিল হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, উৎসব আসলেই দিনরাত শব্দের তাণ্ডব চলে তাঁর বাড়ির সামনে। ফুটপাথ জুড়ে চলে রান্না, খাওয়া-দাওয়া ইত্যাদি। বাড়িতে বয়স্ক মানুষ বা শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার কথা এরা ধর্তব্যের মধ্যে আনে না বলেও অভিযোগ ওই মামলাকারীর। পার্ক স্ট্রিট থানায় মামলাকারী মহিলা সগুপ্তা সুলেমান বারংবার অভিযোগ জানিয়েও সুরাহা পাননি বলে অভিযোগ ৷ শেষ পর্যন্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ নির্দেশ দিয়ে জানায়, মাইক ব্যবহার হলে তাতে সাউন্ড লিমিটার থাকতে হবে। রাজ্যের তরফে এদিন জানানো হয়, একদিন পরই মহরম। এত দ্রুত এমন নির্দেশ কার্যকর করা কঠিন। যদিও আদালত তাতে গুরুত্ব না দিয়ে বিষয়টি সদর্থকভাবে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে ৷ রাজ্যের তরফে শুনানিতে জানানো হয়, পুলিশে অভিযোগ জানালে ব্যাবস্থা নেওয়া হয়েছে। এবং নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও জানানো হয়। সময়ের উপর নিয়ন্ত্রণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে রাজ্যের তরফে।

যদিও মামলাকারীর বক্তব্য, এটা বন্ধ হচ্ছে না। এবং ক্রমাগত শব্দ দুষণ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুপ্রিমকোর্টের নির্দেশ উল্লেখ করে জানায়, এই ধরনের শব্দ দূষণ মানুষের শান্তি বিঘ্নিত করলে তা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষত অসুস্থ ও শিশুদের ঘুম নষ্ট করা এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনা নষ্ট করা যাবে না কোনওভাবে। ছোট শিশু ও বয়স্কদের শান্তিতে ঘুমোনোর সময় দিতে হবে বলেও নির্দেশে জানায় আদালত। সুপ্রিমকোর্ট বার বার শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে লাউডস্পিকার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানের নামেও শান্তি বিঘ্নিত যাতে না হয় তা দেখতে হবে প্রশাসনকে।

আরও পড়ুন: বিজেপির মুলতুবি প্রস্তাব প্রথম গৃহীত বিধানসভায়, আইনশৃঙ্খলা-ভোট হিংসা নিয়ে আজই আলোচনা

একই সঙ্গে এদিন নির্দেশ দিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুলিশকে একটি পাবলিক নোটিশ জারি করতে হবে ৷ একই সঙ্গে, মহরম উপলক্ষে ড্রাম বা মাইক বাজানোর সময়ও নিয়ন্ত্রণ করতে হবে। আদালত পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও পাবলিক নোটিশ জারি করারও নির্দেশ দেয় ৷ সে ক্ষেত্রে অনুমতিযোগ্য মাত্রা এবং সময়ের বিষয়ে শব্দের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.