কলকাতা, 20 ফেব্রুয়ারি: মালা রানি পাল নামে এক প্রার্থী টেট পরীক্ষার নম্বর জানতে চেয়ে আরটিআই করার সত্ত্বেও তথ্য প্রদান করা হয়নি ৷ দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) 2 লক্ষ টাকা জরিমানা নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। কারণ, যে সময় ওই প্রার্থী আবেদন করেছিলেন সে সময় মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন। গত 5 ফেব্রুয়ারি বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, 16 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানার টাকা জমা দিতে হবে পর্ষদের প্রাক্তন সভাপতিকে।
আদালতের সেই নির্দেশ পালন করেননি মানিক ভট্টাচার্য । তাই সোমবার পুনরায় যোগ হল আরও দু'লক্ষ টাকা ৷ অর্থাৎ, সর্বমোট 4 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। আগামী 10 দিনের মধ্যে কলকাতা হাইকোর্ট লিগাল সার্ভিস কমিটির কাছে এই টাকা জমা করতে হবে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানার টাকা জমা না-দেওয়া হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদালতের তরফে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
যদিও 5 ফেব্রুয়ারি নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে আপিল করেছেন মানিক ভট্টাচার্য। সেই মামলার কোনও নির্দেশ এখনও পর্যন্ত আসেনি। এর আগে বিচারপতি মানিকের আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে নির্দেশের কপি জেলে দিয়ে আসতে। কিন্তু সেই নির্দেশ এখনও পালন করা হয়নি শুনে ক্ষুব্ধ বিচারপতি এ দিন বলেন, "মানিক ভট্টাচার্য যেন না-ভাবেন তাঁকে আদালত ছেড়ে দেবে । পরবর্তী সময়সীমার মধ্যে জরিমানার টাকা না দিলে তাঁর বিরুদ্ধে আদালত কঠোর পদক্ষেপ নেবে।"
প্রসঙ্গত, লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ি রয়েছে বলে আদালতে (Calcutta High Court) উল্লেখ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সিবিআই জানিয়েছিল, মানিকের দু'টি বৈধ পাসপোর্ট রয়েছে। বিষয়টি সিবিআই খতিয়ে দেখছে। যদিও পরে ব্যাঙ্কশাল আদালতে মানিক ভট্টাচার্যকে তোলা হলে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং তিনি জানান, যদি কেউ এই অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে তাঁর যেন ফাঁসির সাজা হয় ।
আরও পড়ুন: 8 বছরেও পরীক্ষার ফল জানায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ ! মানিককে 2 লক্ষ টাকা জরিমানা আদালতের