কলকাতা, 20 জুলাই: কীভাবে হজে গিয়েও মনোনয়ন জমা দিলেন উত্তর 24 পরগনার মিনাখাঁ ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী মেহেরুদ্দিন গাজি ? এই প্রশ্নের উত্তর জানতে বৃহস্পতিবার ডিআইজি সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । তদন্তের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে । চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা ।
কীভাবে হজে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেহেরুদ্দিন গাজী এবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিলেন, তা নিয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম ও আইএসএফ প্রার্থীরা । এর আগে 4 জুলাই শুনানিতে বিচারপতি বলেন, ‘‘যে ব্যক্তি এই মনোনয়নপত্র গ্রহণ করেছেন, তিনি খুব হালকা মনোভাবে তা নিয়েছেন বলে মনে করছে আদালত । এমনকি স্ক্রুটিনিও ঠিক মতো হয়নি । পঞ্চায়েত রিটার্নিং অফিসারের এই কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক । সমস্ত ঘটনায় মনে করা হচ্ছে তদন্তের প্রয়োজন আছে ।’’
বিচারপতি আরও জানিয়েছিলেন, যার জন্য প্রথমেই সমস্ত মনোনয়ন-সহ সমস্ত নথি ও নির্বাচনী নথি সংরক্ষণ প্রয়োজন । তবে কোনও তদন্তকারী সংস্থা এই তদন্ত করবে, তা পরবর্তীকালে আদালত সিদ্ধান্ত নেবে । পঞ্চায়েত রিটার্নিং অফিসার মনোনয়ন গ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে ।
যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, তদন্ত করে ওই ব্যক্তির মনোনয়ন পত্র আগেই বাতিল করা হয়েছে । কিন্তু কেন্দ্রের তরফে আইনজীবী জানিয়েছিলেন, কোনও বৃহত্তর ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা দরকার । সেই জন্য শেষপর্যন্ত এদিন বিচারপতি তদন্তের নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন: পঞ্চায়েত মামলা শুনতে শুনতে এবার বিরক্তি প্রকাশ বিচারপতি অমৃতা সিনহার
উল্লেখ্য, শাসক দলের ওই প্রার্থী গত 4 জুন সৌদি আরবে চলে গেলেও দেখা যায় তাঁর নামে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে । মনোনয়নপত্রে ওই ব্যাক্তির স্বাক্ষরও রয়েছে । কীভাবে এটা সম্ভব হল, তা নিয়ে আগেই কমিশনকে কাঠগড়ায় তোলার কথা জানিয়েছিলেন বিচারপতি । এবার এই ঘটনায় তদন্তে নির্দেশ দিলেন তিনি ।