ETV Bharat / state

Calcutta HC on Ex-IPS Security: আজই প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে নিরাপত্তা ফিরিয়ে দিতে নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : Apr 10, 2023, 7:55 PM IST

অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার মামলায় উষ্মাপ্রকাশ বিচারপতির ৷ তাঁর নিরাপত্তা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷

Calcutta HC on Ex-IPS Security ETV BHARAT
Calcutta HC on Ex-IPS Security
প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে নিরাপত্তা ফেরাতে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 10 এপ্রিল: পুলিশ একটি নিরপেক্ষ সংস্থা ৷ তারা বাইরের কোনও চাপে কাজ করবে না ৷ আজ অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের ৷ বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি চলছে ৷ বিচারপতি রাজ্য সরকারের উপর উষ্মাপ্রকাশের পাশাপাশি, নির্দেশ দিয়েছেন, আজই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে তাঁর আগের নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে দিতে হবে ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 16 মে ৷ ততদিন আদালতের নির্দেশ কার্যকর থাকবে ৷

প্রাক্তন আইপিএস তথা রাজ্যের আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার মামলার শুনানি ছিল সোমবার ৷ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এ দিন রাজ্য সরকার একটি রিপোর্ট পেশ করেন ৷ মূলত, গত 3 এপ্রিলের নির্দেশের ভিত্তিতে সেই রিপোর্ট পেশ করা হয় ৷ যার মূল বিষয় ছিল, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি থেকে ডিআইজি পর্যন্ত যত আধিকারিক রয়েছেন তাঁদের সকলের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে কিনা ? পাশাপাশি, কেন প্রাক্তন আইজি-র নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ? তা জানতে চায়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷

আজ সরকারের তরফে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ সেই রিপোর্ট জমা দিয়েছেন ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনও বিধি নেই রাজ্যের ৷ তাঁদের নিরাপত্তার প্রয়োজন আছে কিনা, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর প্রাক্তন পুলিশকর্তার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সরকার পক্ষ জানায়, অবসরপ্রাপ্ত আইপিএস বিডি শর্মা, ভিভি থাম্বি এবং বিজয় কুমারের মতো আইপিএস আধিকারিকদের নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে ৷ সরকারি কৌঁসুলির এই জবাবে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ৷ তিনি পালটা প্রশ্ন করেন, যে অবসরপ্রাপ্ত আইপিএস-দের নাম নিলেন, তাঁরা কেউ কি রাজ্য থাকেন ? কিন্তু, পঙ্কজ দত্ত এখানে থাকেন ৷

আরও পড়ুন: কৌস্তভের গ্রেফতারি নিয়ে পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

উল্লেখ্য, গত 11 জানুয়ারি প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা তাঁকে না জানিয়ে তুলে নেওয়া হয় ৷ এর পর তিনি 18 জানুয়ারি তিনি ফের নিরাপত্তা চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন ৷ কিন্তু, সেই আবেদনের কোনও জবাব দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তিনি বাধ্য হয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন ৷ আজ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী 17 এপ্রিল তাঁর সেই আবেদন খতিয়ে দেখা হবে ৷ এ দিন মামলার শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, ‘‘পুলিশ একটি নিরপেক্ষ সংস্থা ৷ তারা বাইরের কোনও চাপে কাজ করবে না ৷’’ সেই সঙ্গে আজই প্রাক্তন আইপিএস আধিকারিকের নিরাপত্তা বলবৎ করতে নির্দেশ দেন বিচারপতি ৷ আগামী 16 মে এই মামলার পরবর্তী শুনানি ৷

প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে নিরাপত্তা ফেরাতে নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 10 এপ্রিল: পুলিশ একটি নিরপেক্ষ সংস্থা ৷ তারা বাইরের কোনও চাপে কাজ করবে না ৷ আজ অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের ৷ বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি চলছে ৷ বিচারপতি রাজ্য সরকারের উপর উষ্মাপ্রকাশের পাশাপাশি, নির্দেশ দিয়েছেন, আজই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে তাঁর আগের নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে দিতে হবে ৷ মামলার পরবর্তী শুনানি আগামী 16 মে ৷ ততদিন আদালতের নির্দেশ কার্যকর থাকবে ৷

প্রাক্তন আইপিএস তথা রাজ্যের আইজি পঙ্কজ দত্তর নিরাপত্তা প্রত্যাহার মামলার শুনানি ছিল সোমবার ৷ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এ দিন রাজ্য সরকার একটি রিপোর্ট পেশ করেন ৷ মূলত, গত 3 এপ্রিলের নির্দেশের ভিত্তিতে সেই রিপোর্ট পেশ করা হয় ৷ যার মূল বিষয় ছিল, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি থেকে ডিআইজি পর্যন্ত যত আধিকারিক রয়েছেন তাঁদের সকলের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে কিনা ? পাশাপাশি, কেন প্রাক্তন আইজি-র নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে ? তা জানতে চায়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা ৷

আজ সরকারের তরফে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ সেই রিপোর্ট জমা দিয়েছেন ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনও বিধি নেই রাজ্যের ৷ তাঁদের নিরাপত্তার প্রয়োজন আছে কিনা, তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর প্রাক্তন পুলিশকর্তার নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সরকার পক্ষ জানায়, অবসরপ্রাপ্ত আইপিএস বিডি শর্মা, ভিভি থাম্বি এবং বিজয় কুমারের মতো আইপিএস আধিকারিকদের নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে ৷ সরকারি কৌঁসুলির এই জবাবে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ৷ তিনি পালটা প্রশ্ন করেন, যে অবসরপ্রাপ্ত আইপিএস-দের নাম নিলেন, তাঁরা কেউ কি রাজ্য থাকেন ? কিন্তু, পঙ্কজ দত্ত এখানে থাকেন ৷

আরও পড়ুন: কৌস্তভের গ্রেফতারি নিয়ে পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

উল্লেখ্য, গত 11 জানুয়ারি প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তর নিরাপত্তা তাঁকে না জানিয়ে তুলে নেওয়া হয় ৷ এর পর তিনি 18 জানুয়ারি তিনি ফের নিরাপত্তা চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করেন ৷ কিন্তু, সেই আবেদনের কোনও জবাব দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তিনি বাধ্য হয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন ৷ আজ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী 17 এপ্রিল তাঁর সেই আবেদন খতিয়ে দেখা হবে ৷ এ দিন মামলার শুনানিতে বিচারপতি রাজা শেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, ‘‘পুলিশ একটি নিরপেক্ষ সংস্থা ৷ তারা বাইরের কোনও চাপে কাজ করবে না ৷’’ সেই সঙ্গে আজই প্রাক্তন আইপিএস আধিকারিকের নিরাপত্তা বলবৎ করতে নির্দেশ দেন বিচারপতি ৷ আগামী 16 মে এই মামলার পরবর্তী শুনানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.