ETV Bharat / state

Primary Recruitment Scam: 'নিয়োগে পরিকল্পিত দুর্নীতি', নয়া মামলায় মানিককে জেরার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - cbi probe

2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ৷ এই সংক্রান্ত এক মামলাতে মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এদিনই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 25, 2023, 6:04 PM IST

Updated : Jul 25, 2023, 6:58 PM IST

কলকাতা ২৫ জুলাই: 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন ৷ 2020 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বদলি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ পাশাপাশি এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এই নতুন মামলায় সিবিআই প্রয়োজনে এইদিনই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে । এই মামলায় সিবিআই'য়ের সিটকে নতুন করে এফআইআরও দায়ের করতে হবে ।এদিন বিচারপতি বলেন, "প্রাথমিকে নিয়োগে পরিকল্পিত ভাবে দুর্নীতি হয়েছে। যার মূলে রয়েছেন মানিক ভট্টাচার্য ।"

আদালত মনে করছে 2020 সালের প্রাথমিক নিয়োগের সঙ্গেও আর্থিক লেনদেনের যোগ আছে ৷ তা খতিয়ে দেখতে ইডিও তদন্ত করতে পারে, প্রয়োজনে ইডিকেও তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ প্রয়োজনে হেফাজতে নিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ।

এই নিয়োগে পরিকল্পিতভাবে দুর্নীতি বা ডিজাইনড কোরাপশন কীভাবে হয়েছে সেই প্রসঙ্গে বিচারপতির মন্তব্য,"2020 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং হয় । 2021 সালের জুলাইতে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দেয় পর্ষদ ৷ সেখানে চতুরতার সঙ্গে ড্রাফট লেখা হয়েছে । সেখানে হোম ডিস্ট্রিক্ট ফাঁকা না দেখিয়ে, প্রেফার্ড ডিস্ট্রিক্টকে চয়েস করতে বাধ্য করা হয় । কাউন্সেলিং পর্বে নিয়োগ প্রার্থীদের বলা হয় 'লাস্ট চান্স'। যদিও তাঁরা প্রথমবার সুযোগ পাচ্ছিলেন । এখানেই দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ।"

আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য, শিক্ষা দফতরকে 50 হাজার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এই তদন্তে দু'জন দক্ষ অফিসার নিয়োগ করবে সিবিআই এর সিট এই নির্দেশও আদালত দিয়েছে । এদিন সন্ধ্যাতেই তাঁদের আদালতে আসার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । উল্লেখ্য, 2020 প্রাথমিক নিয়োগে নতুন দুর্নীতির এই অভিযোগ তুলে হাইকোর্টে এদিন দুপুরেই দায়ের হয় মামলা । সেই মামলায় সিবিআই ও ইডিকে যুক্ত করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সুকান্ত প্রামাণিক নামে একজন এদিন প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় নতুন দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে আরও 10 দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন । এদিন অন্য একটা মামলায় তাঁর হলফনামা দেওয়ার কথা ছিল । সেই তথ্য এদিন মানিক ভট্টাচার্যর কন্যা দিতে আসলে বিচারপতি তা গ্রহণ না করে প্রেসিডেন্সি জেল কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, মানিক নিজেই যাতে সেই হলফনামা দেন তার ব্যবস্থা করতে ৷

কলকাতা ২৫ জুলাই: 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন ৷ 2020 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বদলি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ পাশাপাশি এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এই নতুন মামলায় সিবিআই প্রয়োজনে এইদিনই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে । এই মামলায় সিবিআই'য়ের সিটকে নতুন করে এফআইআরও দায়ের করতে হবে ।এদিন বিচারপতি বলেন, "প্রাথমিকে নিয়োগে পরিকল্পিত ভাবে দুর্নীতি হয়েছে। যার মূলে রয়েছেন মানিক ভট্টাচার্য ।"

আদালত মনে করছে 2020 সালের প্রাথমিক নিয়োগের সঙ্গেও আর্থিক লেনদেনের যোগ আছে ৷ তা খতিয়ে দেখতে ইডিও তদন্ত করতে পারে, প্রয়োজনে ইডিকেও তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ প্রয়োজনে হেফাজতে নিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ।

এই নিয়োগে পরিকল্পিতভাবে দুর্নীতি বা ডিজাইনড কোরাপশন কীভাবে হয়েছে সেই প্রসঙ্গে বিচারপতির মন্তব্য,"2020 প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং হয় । 2021 সালের জুলাইতে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দেয় পর্ষদ ৷ সেখানে চতুরতার সঙ্গে ড্রাফট লেখা হয়েছে । সেখানে হোম ডিস্ট্রিক্ট ফাঁকা না দেখিয়ে, প্রেফার্ড ডিস্ট্রিক্টকে চয়েস করতে বাধ্য করা হয় । কাউন্সেলিং পর্বে নিয়োগ প্রার্থীদের বলা হয় 'লাস্ট চান্স'। যদিও তাঁরা প্রথমবার সুযোগ পাচ্ছিলেন । এখানেই দুর্নীতির অভিযোগ উঠে এসেছে ।"

আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য, শিক্ষা দফতরকে 50 হাজার জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এই তদন্তে দু'জন দক্ষ অফিসার নিয়োগ করবে সিবিআই এর সিট এই নির্দেশও আদালত দিয়েছে । এদিন সন্ধ্যাতেই তাঁদের আদালতে আসার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । উল্লেখ্য, 2020 প্রাথমিক নিয়োগে নতুন দুর্নীতির এই অভিযোগ তুলে হাইকোর্টে এদিন দুপুরেই দায়ের হয় মামলা । সেই মামলায় সিবিআই ও ইডিকে যুক্ত করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সুকান্ত প্রামাণিক নামে একজন এদিন প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় নতুন দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যে আরও 10 দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে প্রেসিডেন্সি জেলে রয়েছেন । এদিন অন্য একটা মামলায় তাঁর হলফনামা দেওয়ার কথা ছিল । সেই তথ্য এদিন মানিক ভট্টাচার্যর কন্যা দিতে আসলে বিচারপতি তা গ্রহণ না করে প্রেসিডেন্সি জেল কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, মানিক নিজেই যাতে সেই হলফনামা দেন তার ব্যবস্থা করতে ৷

Last Updated : Jul 25, 2023, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.