ETV Bharat / state

Calcutta High Court: নিম্ন আদালতের নির্দেশ মানছে না পুলিশ, ডিজিকে নির্দেশিকা জারি করতে বলল ক্ষুব্ধ হাইকোর্ট - বিচারপতি রাজাশেখর মান্থা

নিম্ন আদালতের নির্দেশ পুলিশ মানছে না বলে অভিযোগ ৷ এই নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ তিনি এই বিষয়ে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশিকা জারি করতে বলেছেন ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By

Published : May 2, 2023, 12:51 PM IST

Updated : May 2, 2023, 1:48 PM IST

কলকাতা, 2 মে: পুলিশের তরফে নিম্ন আদালতের নির্দেশ না মানার প্রবণতায় বিরক্ত কলকাতা হাইকোর্ট । এই নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার লিখিত পর্যবেক্ষণ, এমনটা চলতে থাকলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে হাইকোর্ট । বিচারপতি হুঁশিয়ারি দিয়ে জানালেন, বিচার দেওয়ার ক্ষেত্রে পুলিশের এই নির্দেশ না মানার মতো প্রবণতা একটা বড় বাধা । পুলিশের এই ঔদ্ধত্য বরদাস্ত করবে না আদালত ।

একই সঙ্গে এই নিয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে বিচারপতি মান্থার নির্দেশ, এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে । প্রতিটি জেলার পুলিশ সুপারদের সতর্ক করতে হবে । যদি কোনও থানার আধিকারিক নির্দেশ অগ্রাহ্য করেন, তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ।

প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার বিরুদ্ধে একটি মামলায় নিম্ন আদালতের নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল । সেই মামলায় সংশ্লিষ্ট আইসির বিরুদ্ধে বারুপুরের এসপি-কে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ এই নিয়ে ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, প্রতিদিন বিভিন্ন জেলার থানার বিরুদ্ধে একই অভিযোগ আসছে । নিম্ন আদালতের নির্দেশ মানার কোনও পরোয়া নেই পুলিশের । এটা কী হচ্ছে ? ছেলে খেলা হচ্ছে কি ? প্রতি তিনটে মামলায় একটা পুলিশের নির্দেশ না মানার অভিযোগ আসছে । দিনের পর দিন এভাবে চলবে ! এটা বিচার দেওয়ার পথে অন্তরায় হচ্ছে ।

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে একই রকম ভাবে রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছিলেন । কারণ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল । পাশাপাশি পুলিশ বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদেরকে দিয়ে বেআইনি কাজকর্ম করাচ্ছে বলে অভিযোগ ওঠে । তারপরই বিচারপতি মান্থা তাঁদের ভূমিকা স্পষ্ট করে ডিজিকে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছিলেন ।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে প্রার্থীদের ডিগ্রি পরিবর্তনের সুযোগ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, 2 মে: পুলিশের তরফে নিম্ন আদালতের নির্দেশ না মানার প্রবণতায় বিরক্ত কলকাতা হাইকোর্ট । এই নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার লিখিত পর্যবেক্ষণ, এমনটা চলতে থাকলে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে হাইকোর্ট । বিচারপতি হুঁশিয়ারি দিয়ে জানালেন, বিচার দেওয়ার ক্ষেত্রে পুলিশের এই নির্দেশ না মানার মতো প্রবণতা একটা বড় বাধা । পুলিশের এই ঔদ্ধত্য বরদাস্ত করবে না আদালত ।

একই সঙ্গে এই নিয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে বিচারপতি মান্থার নির্দেশ, এই সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে । প্রতিটি জেলার পুলিশ সুপারদের সতর্ক করতে হবে । যদি কোনও থানার আধিকারিক নির্দেশ অগ্রাহ্য করেন, তাহলে সেই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে ।

প্রসঙ্গত, দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার বিরুদ্ধে একটি মামলায় নিম্ন আদালতের নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল । সেই মামলায় সংশ্লিষ্ট আইসির বিরুদ্ধে বারুপুরের এসপি-কে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷ এই নিয়ে ক্ষুব্ধ বিচারপতির বক্তব্য, প্রতিদিন বিভিন্ন জেলার থানার বিরুদ্ধে একই অভিযোগ আসছে । নিম্ন আদালতের নির্দেশ মানার কোনও পরোয়া নেই পুলিশের । এটা কী হচ্ছে ? ছেলে খেলা হচ্ছে কি ? প্রতি তিনটে মামলায় একটা পুলিশের নির্দেশ না মানার অভিযোগ আসছে । দিনের পর দিন এভাবে চলবে ! এটা বিচার দেওয়ার পথে অন্তরায় হচ্ছে ।

এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্য পুলিশে সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে একই রকম ভাবে রাজ্যকে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছিলেন । কারণ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল । পাশাপাশি পুলিশ বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ারদেরকে দিয়ে বেআইনি কাজকর্ম করাচ্ছে বলে অভিযোগ ওঠে । তারপরই বিচারপতি মান্থা তাঁদের ভূমিকা স্পষ্ট করে ডিজিকে বিজ্ঞপ্তি জারি করতে নির্দেশ দিয়েছিলেন ।

আরও পড়ুন: প্রাথমিক নিয়োগে প্রার্থীদের ডিগ্রি পরিবর্তনের সুযোগ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated : May 2, 2023, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.