ETV Bharat / state

SSC Recruitment Case : হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে প্রহরায় কেন্দ্রীয় বাহিনী

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে বুধবারই সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee appears before CBI) ৷

Calcutta High Court on SSC
এসএসসি দফতর ঘিরতে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : May 19, 2022, 7:09 AM IST

Updated : May 19, 2022, 8:19 AM IST

কলকাতা, 19 মে : তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা । আর সে কারণেই কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার রাতে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ নির্দেশ অনুযায়ী, বুধবার মধ্যরাত 12.30 থেকে বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত এসএসসি দফতর ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী (Calcutta High Court orders CRPF to take over security of SSC Office) ৷

বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেন ৷ তাঁর জায়গায় পদে নতুন চেয়ারম্যানকে বসিয়ে এসএসসির নিয়োগ সংক্রান্ত নথি নষ্ট করা হতে পারে এই আশঙ্কায় রাতেই জরুরি ভিত্তিতে হাইকোর্টে শুনানির আবেদন করেন চাকরিপ্রার্থীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা শুনবেন বলে জানান । তারপরেই শুরু হয় এই আবেদনের শুনানি ৷

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর অবধি এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন : গেলেন না নাকতলার বাড়িতে, সিবিআই জেরার পর পার্থ-র গন্তব্য কোথায় ?

স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সমস্ত নথি সংরক্ষণের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা । প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জিও জানান হয় । বিচারপতি রাতেই ভার্চ্যুয়াল শুনানিতে হাজির হন । মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন ৷ তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আপাতত বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দখল নেবে স্কুল সার্ভিস কমিশনের অফিসের । যাতে কেউ সেখানে ঢুকতে বা বেরতে না পারে তা নিশ্চিত করতে হবে ৷ একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই সময়কালের মধ্যে বাইরে থেকে কেউ যে এসএসসি দফতরে প্রবেশ করেননি তার প্রমাণ হিসেবে এখানকার সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিতে হবে ৷ কমিশনের সচিব আজ দুপুর 12টায় সেই ফুটেজ আদালতে জমা দেবেন ৷

কলকাতা, 19 মে : তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা । আর সে কারণেই কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ বুধবার রাতে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ নির্দেশ অনুযায়ী, বুধবার মধ্যরাত 12.30 থেকে বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত এসএসসি দফতর ঘিরে রাখবে কেন্দ্রীয় বাহিনী (Calcutta High Court orders CRPF to take over security of SSC Office) ৷

বুধবার সন্ধ্যায় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেন ৷ তাঁর জায়গায় পদে নতুন চেয়ারম্যানকে বসিয়ে এসএসসির নিয়োগ সংক্রান্ত নথি নষ্ট করা হতে পারে এই আশঙ্কায় রাতেই জরুরি ভিত্তিতে হাইকোর্টে শুনানির আবেদন করেন চাকরিপ্রার্থীরা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা শুনবেন বলে জানান । তারপরেই শুরু হয় এই আবেদনের শুনানি ৷

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর অবধি এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন : গেলেন না নাকতলার বাড়িতে, সিবিআই জেরার পর পার্থ-র গন্তব্য কোথায় ?

স্কুল সার্ভিস কমিশনের অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সমস্ত নথি সংরক্ষণের আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা । প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আর্জিও জানান হয় । বিচারপতি রাতেই ভার্চ্যুয়াল শুনানিতে হাজির হন । মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন ৷ তারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আপাতত বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দখল নেবে স্কুল সার্ভিস কমিশনের অফিসের । যাতে কেউ সেখানে ঢুকতে বা বেরতে না পারে তা নিশ্চিত করতে হবে ৷ একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, এই সময়কালের মধ্যে বাইরে থেকে কেউ যে এসএসসি দফতরে প্রবেশ করেননি তার প্রমাণ হিসেবে এখানকার সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিতে হবে ৷ কমিশনের সচিব আজ দুপুর 12টায় সেই ফুটেজ আদালতে জমা দেবেন ৷

Last Updated : May 19, 2022, 8:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.