কলকাতা, 11 এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনের মুখে বড় ধাক্কা রাজ্যের । 2017 সালে মালদার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ টাকায় বিপুল দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সিএজি অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের নির্দেশ, সিএজি অনুসন্ধানে যদি বড় কিছুর ইঙ্গিত পাওয়া যায় ৷ প্রয়োজনে সিবিআই তদন্তের নির্দেশ দেবে আদালত ।
প্রসঙ্গত, 2017 সালের মালদা বন্যার টাকা বিতরণে দুর্নীতির অভিযোগে মামলা হয় হাইকোর্টে । অভিযোগ, শাসকদলের সদস্যদের টাকা পাইয়ে দেওয়া হয়েছে ভুয়ো তালিকা বানিয়ে । সেই মামলায় মঙ্গলবার সিএজি অনুসন্ধানের নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আট সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । সিএজি যেকোনও সরকারি আধিকারিককে তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে । রাজ্যকে সমস্ত নথি সিএজির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত । প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল-1কে প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত । 12 জুন ফের শুনানি হবে এই মামলার ।
পাশাপাশি আদালতের তরফে রাজ্যকে সমস্তরকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে সিএজিকে । মামলাকারীর আইনজীবী লোকনাথ চট্রোপাধ্যায় ও অনিন্দ্য ঘোষ বলেন, "এর আগে হরিশ্চন্দ্রপুর ব্লকে বন্যার টাকা বিলি করার ক্ষেত্রে বিপুল স্বজনপোষণ সামনে এসেছিল । গোটা জেলাতেই এই দুর্নীতি হয়েছে । সিএজিকে প্রাথমিক তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে । পরবর্তীতে আদালত সিবিআই তদন্তের নির্দেশও দিতে পারে ।"
আদালত সূত্রে জানা গিয়েছে, 2017 সালে মালদা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার জন্য রাজ্য 58 কোটি টাকা দেয় । এই টাকা 2019 সালে লোকসভা ভোটের আগে রাজ্য বিলি করে । এর তালিকা পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা তৈরি করে । মোট 12টা ব্লকে (রতুয়া 1 ও 1,হরিশ্চন্দ্রপুর 1 ও 2, চাঁচল 1 ও 2, গাজল, হাবিবপুর, বামুনগোলা আর ইংরেজ বাজার) 102টি গ্রাম পঞ্চায়েতে এই টাকা বিলি করা হয় । এরপর দেখা যায় যারা ক্ষতিগ্রস্ত লোকজন তারা কেউ টাকা পায়নি । সেই টাকা প্রধান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা নিজেদের আত্মীয় পরিজনদের পাইয়ে দিয়েছে । ত্রাণে অনিয়মের অভিযোগে হাইকোর্টে প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম মামলা করেন ।
আরও পড়ুন: প্রাথমিকে চলতি নিয়োগ নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের