কলকাতা, 16 সেপ্টেম্বর : শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশু মান্নাকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ কলকাতা হাইকোর্টের । বিচারপতি রাজশেখর মানথা এই নির্দেশ দিয়েছেন । শুভেন্দু অধিকারীর মতো তার বিরুদ্ধেও কাঁথি পৌরসভা থেকে ত্রিপল চুরির অভিযোগ ছিল । এই ব্যাপারে বিচারপতি রাজশেখর মানথা জানিয়েছেন, পুলিশ তদন্ত করতে পারবে ৷ তবে তদন্তের নামে তাঁকে যেন হয়রানি না করা হয় । আর পুলিশ তদন্ত করলেও তাঁকে গ্রেফতার করতে পারবে না । তিন সপ্তাহ পরে রাজ্যকে হলফনামা দিতে হবে এই মামলায় ।
29 মে কাঁথি পৌরসভা থেকে দিনের বেলা ত্রিপল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত হিমাংশু-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল । হিমাংশুর বিরুদ্ধে অভিযোগ, তিনি এই মামলায় পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন না । পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেও তিনি দেখা করেননি । এরপর কাঁথি মহাকুমা আদালত তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে । তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ।
আরও পড়ুন, Duare Ration: দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রেশন ডিলাররা
হিমাংশু মান্নার বক্তব্য, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা । মিথ্যা অভিযোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো তাকেও ফাঁসানোর চেষ্টা করছে শাসকদল । তিনিও আদালতে শুভেন্দু অধিকারীর মত এই ঘটনার সিবিআই তদন্ত বা তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আছে, তা খারিজের দাবি জানিয়েছিলেন ।