কলকাতা, 14 মার্চ: আর্থিক জালিয়াতিতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি । তাঁকেই উলটে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ মঙ্গলবার বিকেল 4টের মধ্যে গ্রেফতার করতে হবে ওই ব্যক্তিকে । প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ পুলিশকে ।
আদালত সূত্রে জানা গিয়েছে, মামলাকারীর নাম মধুসুদন পাল । তাঁর অভিযোগ, 2020 বা তার আগে পাটুলি এলাকায় কেএমডিএ-র তরফ থেকে কম পয়সায় ফ্ল্যাট দেওয়া হবে বলে মিঁনাখা অঞ্চলের প্রায় 100 জনের থেকে টাকা তোলা হয়েছিল । পরে কিছু জাল নথি দিয়ে তাদের জানানো হয়েছিল তাঁরা ফ্ল্যাট পেয়ে গিয়েছে ৷ যা সম্পূর্ণ মিথ্যা । এর পরেই ওই ব্যক্তি পাটুলি থানায় টাকা আত্মসাৎ ও জালিয়াতির কথা উল্লেখ করে বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন তনুময় কুন্ডুর বিরুদ্ধে । জালিয়াতির অভিযোগে তনুময়কে কেএমডির অফিস থেকে গ্রেফতার করা হয়েছিল ৷ পরে অবশ্য তিনি নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গিয়েছিলেন ।
মধুসুদন পাল তদন্ত প্রক্রিয়ায় সন্তুষ্ট না-হয়ে ইডি ও সিবিআই তদন্ত চেয়ে মামলা করেন হাইকোর্টে । অভিযোগ, দেবযানী নামের এক মহিলা দু’কোটি টাকা আত্মসাৎ করেছিলেন ৷ যিনি কসবা অঞ্চলের টেলি কমিউনিকেশন অফিসের সঙ্গে যুক্ত । সোমবার হাইকোর্টে তনুময় কুণ্ডুর তরফের আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী আদালতে বলেন, "একজন অভিযুক্ত কখনই কোনও এজেন্সি দিয়ে তদন্ত হবে তা নির্ধারণ করতে পারেন না । নথি বলছে মধুসূদন পাল নামের ওই ব্যক্তিই আসলে জালিয়াতির সঙ্গে যুক্ত ।" তিনি আদালতে, মধুসূদন পালই মূল পান্ডা । তিনি একটি র্যাকেট (চক্রের) মাধ্যমে এই টাকা তোলেন । পাটুলি থানায় তিনটে এফআইআর রয়েছে তাঁর নামে । নিজের দোষ ঢাকতে সে এখন ইডি-সিবিআই তদন্তের দাবিতে মামলা করতে চাইছেন ।
বিচারপতি রাজাশেখর মান্থা বিষয়টি দেখার পর মধুসুদন পালকে মঙ্গলবার বেলা 4টের মধ্যে পাটুলি থানায় আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন । যদি সে আত্মসমর্পণ না-করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে । পাশাপাশি পাটুলি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে ওর বিরুদ্ধে হুলিয়া জারি করা ও সম্পত্তি ক্রোক করতে ।
আরও পডু়ন : গ্রুপ সি মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিহারাদের একাংশ
একজন মামলাকারী যিনি সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট । প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ যা সাধারণত নজিরবিহীন বলেই জানাচ্ছেন আইনজীবী।