কলকাতা, 15 জুন: নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের (Nupur Sharma Comment Row) জেরে রাজ্যে যাতে নতুন করে কোনও অশান্তি না-ছড়ায়, সেদিকে প্রশাসন ও সরকারকেই নজর রাখতে হবে ৷ এই সংক্রান্ত একটি মামলায় তার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ ৷ মামলার শুনানিতে রাজ্যের তরফে হাজির ছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র মুখোপাধ্যায় (Advocate General of West Bengal Soumendra Mukherjee) ৷ তিনি আদালতকে জানান, গত কয়েকদিন ধরে রাজ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ৷ আগামিদিনে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেদিকে সচেতনভাবে নজর রেখেছে রাজ্য সরকার (West Bengal Government) ৷ তবে, এখনও পর্যন্ত এই মামলার রায় ঘোষণা করেনি আদালত ৷ সূত্রের খবর, নির্দিষ্ট সময় কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে এই মামলার নির্দেশনামা আপলোড করা হবে ৷
নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের জেরে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় অশান্তি ছড়িয়েছে ৷ সেই সম্পর্কে আদালতে রিপোর্ট পেশ করেছেন অ্যাডভোকেট জেনারেল ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice Prakash Shrivastava) এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের (Justice Rajarshi Bharadwaj) ডিভিশন বেঞ্চকে তিনি জানিয়েছেন, রাজ্যের 10টি পুলিশ জেলার মধ্যে এই ঘটনার প্রভাব সবথেকে বেশি পড়েছে ৷ গত 9 জুন থেকে 10 জুনের মধ্যে মূলত এই ঘটনাগুলি ঘটেছে ৷ সমস্যা মোকাবিলায় ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন ৷ এখনও পর্যন্ত হাওড়ায় 99 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন AG ৷ জনগণ যাতে আবারও প্রশাসনের উপর ভরসা করতে পারে, সরকারের তরফ থেকে ইতিমধ্যে সেই উদ্যোগও শুরু করা হয়েছে ৷
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘আমাকে আটকানো যাবে না’, পুলিশের বাধার মুখে দলীয় কর্মীদের আশ্বাস শুভেন্দুর
তথ্য বলছে, গত 11 জুন থেকে 13 জুনের মধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিক্ষোভের ঘটনা ঘটেছে ৷ যার জন্য সেখানে 13 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ জঙ্গিপুরে এখনও পর্যন্ত তিনটি এফআইআর করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 11 জনকে ৷ এছাড়াও, নদিয়ার কৃষ্ণনগরে 25 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ উত্তর 24 পরগনার বিধাননগর থানা এলাকাতেও এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় ঘটনার ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ 2009 সালে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল ৷ যদি দেখা যায়, সেই রায় অনুসারে কোনও ব্যক্তি বা পরিবার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, তবে, রাজ্যে তরফ থেকে তাও দেওয়া হবে ৷
মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আদালতকে জানিয়েছেন, মঙ্গলবারও বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে ৷ একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটছে ৷ মানুষ আক্রান্ত হচ্ছেন ৷ এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না, তা আদালতকে খতিয়ে দেখতে হবে ৷
এই ঘটনাতেই আর এক মামলাকারী তাঁর বক্তব্যে জানিয়েছেন, একটি নির্দিষ্ট মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত 9 জুন বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয় ৷ এগুলি কোনও বিক্ষিপ্ত ঘটনা হতে পারে না বলে দাবি করেন ওই মামলাকারী ৷ তাঁর অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করেই বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানো হচ্ছে ৷ ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আবেদন জানিয়েছেন ওই মামলাকারী ৷ একই দাবি শোনা গিয়েছে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) গলাতেও ৷