ETV Bharat / state

Abhishek Banerjee: '3 তারিখের তদন্ত যেন ক্ষতিগ্রস্ত না-হয়', নির্দেশ বিচারপতির; হাজিরা কি এড়াবেন অভিষেক ? - বিচারপতি অমৃতা সিনহা

Calcutta High Court Justice Amrita Sinha: 3 তারিখের তদন্ত যেন ক্ষতিগ্রস্ত না-হয় ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন ৷ এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা এড়াবেন ? উঠছে প্রশ্ন ৷

Abhishek Banerjee
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 7:53 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: আগামী 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি ৷ তবে ওই দিন তিনি দিল্লির ধরনায় উপস্থিত থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আজ তাঁর টুইট-বার্তায় তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, ওই দিন তিনি হাজিরা দিচ্ছেন না ৷ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, "পারলে আমায় রুখে দেখাও ৷" এই পরিস্থিতিতে আজ কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা 3 তারিখের জিজ্ঞাসাবাদের বিষয়ে ইডিকে যে নির্দেশ দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তাঁর নির্দেশের পর অভিষেক কি হাজিরা এড়াবেন ? এই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷

নির্দেশ দেওয়ার সময় অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেননি বিচারপতি অমৃতা সিনহা ৷ তবে তাঁর ইঙ্গিত অভিষেকের হাজিরার দিকেই ছিল বলে মনে করা হচ্ছে ৷

ঠিক কী হয়েছে ?

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সমস্ত মামলার তদন্ত থেকে সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর তথা এই সব মামলার মূল তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে সরানোর নির্দেশ দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, এই ধরনের তদন্তে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেই আত্মবিশ্বাস মিথিলেশ কুমার মিশ্রার নেই বলে মনে করছেন তিনি । তাঁর নির্দেশে বিচারপতি বলেন, ওই আধিকারিকের সঙ্গে তাঁর গতদিনের কথোপকথনের পর মনে হয়েছে, এই ধরনের তদন্ত সামলাতে তাঁর সামর্থ্যের অভাব রয়েছে । তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে তাঁর পদে নিযুক্ত করতে ইডির ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: 'আত্মবিশ্বাসের অভাব', সিবিআই আধিকারিককে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরাল হাইকোর্ট

এই নির্দেশ দেওয়ার সময়ই বিচারপতি সিনহা আরও নির্দেশ দেন যে, মূল তদন্তকারী অফিসারকে সরানোর জন্য যেন 3 অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান কোনও ভাবেই প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত না-হয় ৷ তা নিশ্চিত করার জন্য ইডিকে যাবতীয় পদক্ষেপ করতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও 3 অক্টোবরের তদন্তের কথা বলেছেন বিচারপতি সিনহা ৷ ওই দিনই দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার কথা তৃণমূল সাংসদকে ৷ ফলে সেই বিষয়টিই অর্থাৎ জিজ্ঞাসাবাদ বিচারপতি নিশ্চিত করতে চেয়েছেন বলেই এই নির্দেশ দিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নানা মহলে ৷ তাঁর এই নির্দেশের পরও অভিষেক হাজিরা এড়িয়ে দিল্লির ধরনায় অংশ নেন কি না, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে ৷

এ দিকে, শুক্রবার সকালেই হুংকারের সুরে টুইট করে অভিষেক লিখেছেন, "বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে । এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ । ক্রমাগত বিচ্ছিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা হলেও আদতে তাতে কোনও লাভ হবে না । বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই থেকে আমাকে বিরত করার শক্তি কারও নেই । দিল্লিতে দুই এবং তিন অক্টোবরের কর্মসূচিতে আমি যোগ দেব । ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।" ফলে আগামীতে ঠিক কী হতে চলেছে, তার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ৷

কলকাতা, 29 সেপ্টেম্বর: আগামী 3 অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি ৷ তবে ওই দিন তিনি দিল্লির ধরনায় উপস্থিত থাকবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ আজ তাঁর টুইট-বার্তায় তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে, ওই দিন তিনি হাজিরা দিচ্ছেন না ৷ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, "পারলে আমায় রুখে দেখাও ৷" এই পরিস্থিতিতে আজ কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা 3 তারিখের জিজ্ঞাসাবাদের বিষয়ে ইডিকে যে নির্দেশ দিয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তাঁর নির্দেশের পর অভিষেক কি হাজিরা এড়াবেন ? এই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ৷

নির্দেশ দেওয়ার সময় অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেননি বিচারপতি অমৃতা সিনহা ৷ তবে তাঁর ইঙ্গিত অভিষেকের হাজিরার দিকেই ছিল বলে মনে করা হচ্ছে ৷

ঠিক কী হয়েছে ?

শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সমস্ত মামলার তদন্ত থেকে সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর তথা এই সব মামলার মূল তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্রকে সরানোর নির্দেশ দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, এই ধরনের তদন্তে যে আত্মবিশ্বাস প্রয়োজন, সেই আত্মবিশ্বাস মিথিলেশ কুমার মিশ্রার নেই বলে মনে করছেন তিনি । তাঁর নির্দেশে বিচারপতি বলেন, ওই আধিকারিকের সঙ্গে তাঁর গতদিনের কথোপকথনের পর মনে হয়েছে, এই ধরনের তদন্ত সামলাতে তাঁর সামর্থ্যের অভাব রয়েছে । তাঁর জায়গায় অন্য কোনও আধিকারিককে তাঁর পদে নিযুক্ত করতে ইডির ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

আরও পড়ুন: 'আত্মবিশ্বাসের অভাব', সিবিআই আধিকারিককে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরাল হাইকোর্ট

এই নির্দেশ দেওয়ার সময়ই বিচারপতি সিনহা আরও নির্দেশ দেন যে, মূল তদন্তকারী অফিসারকে সরানোর জন্য যেন 3 অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান কোনও ভাবেই প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত না-হয় ৷ তা নিশ্চিত করার জন্য ইডিকে যাবতীয় পদক্ষেপ করতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও 3 অক্টোবরের তদন্তের কথা বলেছেন বিচারপতি সিনহা ৷ ওই দিনই দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করার কথা তৃণমূল সাংসদকে ৷ ফলে সেই বিষয়টিই অর্থাৎ জিজ্ঞাসাবাদ বিচারপতি নিশ্চিত করতে চেয়েছেন বলেই এই নির্দেশ দিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে নানা মহলে ৷ তাঁর এই নির্দেশের পরও অভিষেক হাজিরা এড়িয়ে দিল্লির ধরনায় অংশ নেন কি না, তা নিয়ে ধন্ধ তৈরি হয়েছে ৷

এ দিকে, শুক্রবার সকালেই হুংকারের সুরে টুইট করে অভিষেক লিখেছেন, "বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে এবং পাওনা আদায়ের দাবিতে লড়াই চলবে । এই লড়াইয়ে আমরা অঙ্গীকারবদ্ধ । ক্রমাগত বিচ্ছিন্নভাবে আমাদের বাধা দেওয়ার চেষ্টা হলেও আদতে তাতে কোনও লাভ হবে না । বাংলার মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই থেকে আমাকে বিরত করার শক্তি কারও নেই । দিল্লিতে দুই এবং তিন অক্টোবরের কর্মসূচিতে আমি যোগ দেব । ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।" ফলে আগামীতে ঠিক কী হতে চলেছে, তার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.