ETV Bharat / state

Justice Amrita Sinha: নির্বাচন কমিশনারের পদে কি তিনি এখনও আছেন, রাজীবা সিনহাকে নিয়ে প্রশ্ন বিচারপতি সিনহার

রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা কি এখনও পদে বহাল রয়েছেন, বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ এছাড়াও তাঁর একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে ৷

author img

By

Published : Jun 22, 2023, 2:39 PM IST

Updated : Jun 22, 2023, 6:33 PM IST

Justice Amrita Sinha
Justice Amrita Sinha

কলকাতা, 22 জুন: ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন ৷ বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে বৃহস্পতিবার পড়তে হয় কমিশনকে ৷ কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন, "পঞ্চায়েত ভোট কি হচ্ছে ? নির্বাচন কমিশনার পদে কি তিনি (রাজীবা সিনহা) এখনও বহাল আছেন ? আমি বুঝতে পারছি না কী হচ্ছে !"

এ দিন 81 জন আইএসএফ প্রার্থী মনোনয়ন বাতিল সংক্রান্ত একটি মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ৷ সেই মামলার শুনানিতেই বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়তে হল কমিশনকে । কীভাবে এত প্রার্থীর নাম একসঙ্গে বাতিল হল, সেই প্রশ্নই তোলে আদালত ৷ আগামিকাল শুক্রবার দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি ৷

যে 81 জন আইএসএফ প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে এই মামলা, তাঁরা সকলেই দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকার বাসিন্দা ৷ তাঁদের মনোনয়নত্র বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সেই মামলায় বিচারপতি রাজা শেখর মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন ওই প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে ৷ সেই মতো গত 15 জুন ভাঙড়-2 ব্লকের 81 জন আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দেন ৷

তার পর ওই প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যায় ৷ অভিযোগ, 20 জুন থেকে আইএসএফ প্রার্থীরা দেখতে পান কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম নেই । ইচ্ছাকৃতভাবে তাঁদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয় । শুনানিতে আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, স্ক্রুটিনিতেও পাস করে গিয়েছিলেন ওই প্রার্থীরা ৷ এদিকে আদালতে আবার তৃণমূলের দাবি, তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে । এই সওয়াল-জবাবের পর দুপুর 2টোর মধ্যে কমিশনের জবাব তলব করেন বিচারপতি অমৃতা সিনহা ৷

আরও পড়ুন: এত হিংসা হলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দেওয়া উচিত, মন্তব্য বিচারপতি সিনহার

দ্বিতীয়ার্ধে যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, ‘‘নির্বাচন কী চলছে ? নির্বাচন কমিশনার কী আছেন ? রাজ্যপাল তাঁর নিয়োগপত্র ফিরিয়ে নিয়েছেন শুনলাম ?’’ কমিশনের আইনজীবী সোনাল সিনহা বলেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া চলছে । কমিশনার আছেন। যেটা শুনছেন, ওটা স্পেকুলেশন ।’’

এর পর বিচারপতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের প্রসঙ্গ তোলেন ৷ জানতে চান, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে ? এটা একটা নির্বাচন । সবাইকে প্রতিযোগিতা করতে দিতে হবে তো ?’’ তখন বিজয়ী প্রার্থীদের তরফে সপ্তাংশু বসু বলেন, ‘‘আইনে সেই প্রভিশন আছে তো ?’’

এই মামলায় আইএসএফ-এর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘স্ক্রুটিনিতে আমাদের মনোনয়ন পাস হয় । ফাইনাল লিস্টে নামও ছিল । পরের দিন দেখা যায় লিস্ট থেকে নাম উধাও । যে শংসাপত্র দেখানো হচ্ছে ওটা ভুয়ো ।’’ তখন বিজয়ীদের পক্ষে সপ্তাংশু বসু বলেন, ‘‘আমরা নির্বাচিত । আমাদের তার শংসাপত্র আছে । আইএসএফ প্রার্থীরা যদি মনোনয়ন জমা করতে না পারেন, আমি কী করতে পারি ?’’ তখন বিকাশরঞ্জন ভট্টাচার্য আবার বলেন, ‘‘82টি মনোনয়ন জমা পড়ে ৷ 20 তারিখ সকালে নাম ছিল৷ বিকেলে নাম উধাও ।’’

সওয়াল জবাব শেষে বিচারপতি সিনহা আগামিকাল দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি করবেন বলে জানিয়েছেন ৷ নিজেদের বিজয়ী বলে যাঁরা দাবি করছেন, এই রকম অন্তত 10 জনের নাম মামলায় যুক্ত করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ।

আরও পড়ুন: বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

কলকাতা, 22 জুন: ফের কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন ৷ বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে বৃহস্পতিবার পড়তে হয় কমিশনকে ৷ কমিশনের উদ্দেশ্যে বিচারপতি বলেন, "পঞ্চায়েত ভোট কি হচ্ছে ? নির্বাচন কমিশনার পদে কি তিনি (রাজীবা সিনহা) এখনও বহাল আছেন ? আমি বুঝতে পারছি না কী হচ্ছে !"

এ দিন 81 জন আইএসএফ প্রার্থী মনোনয়ন বাতিল সংক্রান্ত একটি মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে ৷ সেই মামলার শুনানিতেই বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়তে হল কমিশনকে । কীভাবে এত প্রার্থীর নাম একসঙ্গে বাতিল হল, সেই প্রশ্নই তোলে আদালত ৷ আগামিকাল শুক্রবার দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি ৷

যে 81 জন আইএসএফ প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে এই মামলা, তাঁরা সকলেই দক্ষিণ 24 পরগনার ভাঙড় এলাকার বাসিন্দা ৷ তাঁদের মনোনয়নত্র বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় ৷ সেই মামলায় বিচারপতি রাজা শেখর মান্থা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন ওই প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে ৷ সেই মতো গত 15 জুন ভাঙড়-2 ব্লকের 81 জন আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দেন ৷

তার পর ওই প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যায় ৷ অভিযোগ, 20 জুন থেকে আইএসএফ প্রার্থীরা দেখতে পান কমিশনের ওয়েবসাইটে তাঁদের নাম নেই । ইচ্ছাকৃতভাবে তাঁদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয় । শুনানিতে আইনজীবী ফিরদৌস শামিম দাবি করেন, স্ক্রুটিনিতেও পাস করে গিয়েছিলেন ওই প্রার্থীরা ৷ এদিকে আদালতে আবার তৃণমূলের দাবি, তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে । এই সওয়াল-জবাবের পর দুপুর 2টোর মধ্যে কমিশনের জবাব তলব করেন বিচারপতি অমৃতা সিনহা ৷

আরও পড়ুন: এত হিংসা হলে পঞ্চায়েত ভোট বন্ধ করে দেওয়া উচিত, মন্তব্য বিচারপতি সিনহার

দ্বিতীয়ার্ধে যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন বিচারপতি অমৃতা সিনহা কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, ‘‘নির্বাচন কী চলছে ? নির্বাচন কমিশনার কী আছেন ? রাজ্যপাল তাঁর নিয়োগপত্র ফিরিয়ে নিয়েছেন শুনলাম ?’’ কমিশনের আইনজীবী সোনাল সিনহা বলেন, ‘‘নির্বাচন প্রক্রিয়া চলছে । কমিশনার আছেন। যেটা শুনছেন, ওটা স্পেকুলেশন ।’’

এর পর বিচারপতি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের প্রসঙ্গ তোলেন ৷ জানতে চান, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে ? এটা একটা নির্বাচন । সবাইকে প্রতিযোগিতা করতে দিতে হবে তো ?’’ তখন বিজয়ী প্রার্থীদের তরফে সপ্তাংশু বসু বলেন, ‘‘আইনে সেই প্রভিশন আছে তো ?’’

এই মামলায় আইএসএফ-এর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘স্ক্রুটিনিতে আমাদের মনোনয়ন পাস হয় । ফাইনাল লিস্টে নামও ছিল । পরের দিন দেখা যায় লিস্ট থেকে নাম উধাও । যে শংসাপত্র দেখানো হচ্ছে ওটা ভুয়ো ।’’ তখন বিজয়ীদের পক্ষে সপ্তাংশু বসু বলেন, ‘‘আমরা নির্বাচিত । আমাদের তার শংসাপত্র আছে । আইএসএফ প্রার্থীরা যদি মনোনয়ন জমা করতে না পারেন, আমি কী করতে পারি ?’’ তখন বিকাশরঞ্জন ভট্টাচার্য আবার বলেন, ‘‘82টি মনোনয়ন জমা পড়ে ৷ 20 তারিখ সকালে নাম ছিল৷ বিকেলে নাম উধাও ।’’

সওয়াল জবাব শেষে বিচারপতি সিনহা আগামিকাল দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি করবেন বলে জানিয়েছেন ৷ নিজেদের বিজয়ী বলে যাঁরা দাবি করছেন, এই রকম অন্তত 10 জনের নাম মামলায় যুক্ত করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ।

আরও পড়ুন: বিদেশে বসে থাকা প্রার্থীর নামে জমা মনোনয়নও গ্রাহ্য, তাজ্জব বিচারপতি অমৃতা সিনহা

Last Updated : Jun 22, 2023, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.