কলকাতা, 7 সেপ্টেম্বর : স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) উপর তাঁর কোনও ভরসা নেই । এ কথা বললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ৷ স্কুল সার্ভিস কমিশনের কাজে অসন্তোষ প্রকাশ করে এই সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি ৷
সাম্প্রতিক বেশ কয়েকটি মামলায় স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় একের পর এক দুর্নীতি চোখে পড়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের । আজ সেই রকমই আর একটি মামলার শুনানি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে । যেখানে দেখা গিয়েছে, 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় এক প্রার্থী বেশি নম্বর পাওয়া সত্ত্বেও চাকরি পাননি, কিন্তু কম নম্বর পাওয়া অন্য এক প্রার্থী চাকরি পেয়েছেন ।
আরও পড়ুন: Mamata Banerjee : দুর্গাপুজো কোন পথে ? আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি
সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বলেন, "স্কুল সার্ভিস কমিশনের উপর আমার কোনও ভরসা নেই ।" তিনি মামলাটি অবশেষে শুনবেন না বলে ছেড়ে দিয়েছেন । পুনরায় মামলাটি কোন বেঞ্চে শুনানির জন্য দেওয়া হবে, তা ঠিক করবেন প্রধান বিচারপতি ।
আপার প্রাইমারি নবম দশম বিভাগে 2016 সালের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছিলেন গোবিন্দ মণ্ডল নামে এক প্রার্থী । কিন্তু তিনি চাকরি পাননি । 2021 সালে আরটিআই করে তিনি জানতে পারেন, তাঁর প্রাপ্ত নম্বর ছিল 60 । কিন্তু যিনি চাকরি পেয়েছেন, সেই নীলমণি বর্মনের প্রাপ্ত নম্বর 58.67 ।
আরও পড়ুন: হাওড়া ও হুগলিতে ডেল্টা ভ্যারিয়েন্ট মিলতেই বাড়তি তৎপরতা কলকাতা পৌরনিগমে
বিষয়টি স্কুল সার্ভিস কমিশনকে জানিয়ে কোনও সুরাহা না-হওয়ায় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই প্রার্থী । আজ মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিজেদের ভুল স্বীকার করে নেয় । এরপরই বিরক্ত বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের কাজে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মামলা থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন ৷ তিনি আর এই মামলা শুনবেন না ৷
আরও পড়ুন: Behala Murder : বেহালায় মা-ছেলের গলা কাটা দেহ উদ্ধার