কলকাতা, 29 সেপ্টেম্বর: রাজ্য পুলিশ, বিশেষত কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এবার ভূয়সী প্রশংসা শোনা গেল কলতাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে । শুক্রবার কলেজ সার্ভিস কমিশনের একটি মামলার শুনানির সময় তিনি বলেন, "অন্যান্য রাজ্যের পুলিশের থেকে যথেষ্ট দক্ষ কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । কলকাতা পুলিশের এই দক্ষতার খবর হয়তো সংবাদ মাধ্যমে আসবে না । কিন্তু তাদের দক্ষতার পরিচয় আজ আমি পেয়েছি ।"
উল্লেখ্য, আজ আদিবাসীদের মিছিলে তীব্র যানজট হয় কলকাতার বিভিন্ন রাস্তায় । হাইকোর্টের বিচারপতিদের গাড়িও আটকে পড়েছিল রাস্তায় । আইনজীবীরাও দীর্ঘক্ষণ আটকে ছিলেন ৷ এ দিন শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেকথা জানান হাইকোর্টের বেশ কিছু আইনজীবী ।
তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমাদের রাজ্যের কলকাতা পুলিশ অনেক বেশি দক্ষ । বিশেষ করে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । অন্য রাজ্যের থেকে যথেষ্ট দক্ষ পুলিশ৷ আমার গাড়ি অন্য রাস্তা দিয়ে আজ দক্ষতার সঙ্গে পার করে হাইকোর্টে নিয়ে এসেছে কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল ডিপার্টমেন্ট দারুণ কাজ করেছে আজ ।" তিনি মনে করেন, মুম্বই এবং বেঙ্গালুরুর থেকেও কলকাতার ট্রাফিক ব্যবস্থা অনেক উন্নত বা দক্ষ ৷
প্রসঙ্গত, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিগত বছর খানেক ধরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব হতে দেখা গিয়েছে । শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মামলা দিয়ে শুরু করে এখন তিনি বিভিন্ন পৌরসভার কিছু মামলা শুনছেন । সেখানেও বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙার জন্য কড়া নির্দেশ দিয়েছেন । পাশাপাশি বিভিন্ন সময় নেহাত মানবিকতার খাতিরে নিজের এক্তিয়ারের বাইরে বিভিন্ন বিষয়ে সাধারণ মামলাকারীর বক্তব্য শুনে তাঁকে পরামর্শ দিয়েছেন ৷ সেই পরামর্শ পেয়ে অনেকে উপকৃত হয়েছেন ৷
আরও পড়ুন: ভূস্বর্গ ভ্রমণে গিয়ে হেনস্থার শিকার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়!