ETV Bharat / state

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের - অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Calcutta High Court: পূর্ব মেদিনীপুরের এগরা ও মহিষাদল সার্কেলে প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে ৷ এই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে ৷ মঙ্গলবার সেই মামলায় ওই দুই সার্কেলে প্রধান শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 5:03 PM IST

Updated : Dec 5, 2023, 5:16 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই স্থগিতাদেশ দিয়েছেন ৷ তাঁর নির্দেশ, পূর্ব মেদিনীপুরের দু’টো সার্কেলে (এগরা ও মহিষাদল) শূন্যপদে এখনই কোনও নিয়োগ নয় । জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন আইন মেনে চলতে হয়, তা জানিয়ে হলফনামা জমা দিতে হবে । পরবর্তী শুনানি আগামী 18 ডিসেম্বর ।

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস আদালতে জানান, অন্যান্য জেলার বিজ্ঞপ্তি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে । যেখানে কাউন্সেলিংয়ের নোটিস ইস্যু করা হয়েছিল । পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এমন কিছু করা হয়নি । জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সার্কেল অনুযায়ী সিনিয়ারিটি দেখে প্রধান শিক্ষক নিয়োগ করে । তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতারা নিয়োগ পেয়ে গেলেন প্রধান শিক্ষক হিসেবে । নিজের বাড়ি থেকে 200 মিটারের মধ্যে নিয়োগ পেয়ে গেলেন । শিক্ষক সংগঠনের নেতা সুমন সাঁতরাকে নিয়োগপত্র বিতরণ করতেও দেখা গিয়েছে ।

বিচারপতি জানতে চান, "কী হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেয় । শূন্যপদের তালিকা প্রকাশ করা হয় কি ?" প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, কোথায় শূন্যপদ আছে দেখে নিয়োগ দেওয়া হয় । সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ করা হয় । এই সুমন সাঁতরা বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে নিয়োগপত্র পেয়েছেন ।

বিচারপতি আরও জানতে চান, "অন্যান্য জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউন্সেলিংয়ের নোটিস দেওয়া হয়েছে । একটা কিছুর ওপর নির্ভর করে তো পোস্টিং হবে ? সব কি ডিপিএসসি (জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ) নিজের মতো ঠিক করে নেবে ? কোনও যথাযথ আইন নেই ? পোস্টিংয়ের নির্দিষ্ট বিধি কোথায় ? হাওড়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনায় কাউন্সেলিং হলে, পূর্ব মেদিনীপুরে নয় কেন ?"

কিন্তু পোস্টিংয়ের ক্ষেত্রে আদালত বারবার প্রশ্ন করলেও কোনও সদুত্তর দিতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিচারপতি পর্যবেক্ষণে উল্লেখ করেন, 2016 সালের একটি বিধি রয়েছে । কিন্তু সেখানে কাউন্সেলিং বা পোস্টিং সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কিছু বলা নেই । যার ফলে সংসদগুলি পোস্টিংয়ের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়েছে । তাই হাইকোর্টের নির্দেশ, কোনও শূন্যপদ থাকলে এখনই সেখানে নিয়োগ করা যাবে না ।

উল্লেখ্য, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । সঙ্গে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে । পূর্ব মেদিনীপুর দু’টো সার্কেলে (এগরা ও মহিষাদল) নিয়ম মেনে প্রাইমারী প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন সাতজন শিক্ষক । সেই মামলাতেই আপাতত নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন, একাধিক বিষয়ে তথ্য তলব
  2. শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আশ্বাস হাইকোর্টের
  3. জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, 'গ্রেফতার নয়', মৌখিক নির্দেশ আদালতের

কলকাতা, 5 ডিসেম্বর: প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই স্থগিতাদেশ দিয়েছেন ৷ তাঁর নির্দেশ, পূর্ব মেদিনীপুরের দু’টো সার্কেলে (এগরা ও মহিষাদল) শূন্যপদে এখনই কোনও নিয়োগ নয় । জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন আইন মেনে চলতে হয়, তা জানিয়ে হলফনামা জমা দিতে হবে । পরবর্তী শুনানি আগামী 18 ডিসেম্বর ।

মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস আদালতে জানান, অন্যান্য জেলার বিজ্ঞপ্তি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে । যেখানে কাউন্সেলিংয়ের নোটিস ইস্যু করা হয়েছিল । পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এমন কিছু করা হয়নি । জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সার্কেল অনুযায়ী সিনিয়ারিটি দেখে প্রধান শিক্ষক নিয়োগ করে । তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতারা নিয়োগ পেয়ে গেলেন প্রধান শিক্ষক হিসেবে । নিজের বাড়ি থেকে 200 মিটারের মধ্যে নিয়োগ পেয়ে গেলেন । শিক্ষক সংগঠনের নেতা সুমন সাঁতরাকে নিয়োগপত্র বিতরণ করতেও দেখা গিয়েছে ।

বিচারপতি জানতে চান, "কী হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেয় । শূন্যপদের তালিকা প্রকাশ করা হয় কি ?" প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, কোথায় শূন্যপদ আছে দেখে নিয়োগ দেওয়া হয় । সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ করা হয় । এই সুমন সাঁতরা বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে নিয়োগপত্র পেয়েছেন ।

বিচারপতি আরও জানতে চান, "অন্যান্য জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউন্সেলিংয়ের নোটিস দেওয়া হয়েছে । একটা কিছুর ওপর নির্ভর করে তো পোস্টিং হবে ? সব কি ডিপিএসসি (জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ) নিজের মতো ঠিক করে নেবে ? কোনও যথাযথ আইন নেই ? পোস্টিংয়ের নির্দিষ্ট বিধি কোথায় ? হাওড়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনায় কাউন্সেলিং হলে, পূর্ব মেদিনীপুরে নয় কেন ?"

কিন্তু পোস্টিংয়ের ক্ষেত্রে আদালত বারবার প্রশ্ন করলেও কোনও সদুত্তর দিতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিচারপতি পর্যবেক্ষণে উল্লেখ করেন, 2016 সালের একটি বিধি রয়েছে । কিন্তু সেখানে কাউন্সেলিং বা পোস্টিং সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কিছু বলা নেই । যার ফলে সংসদগুলি পোস্টিংয়ের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়েছে । তাই হাইকোর্টের নির্দেশ, কোনও শূন্যপদ থাকলে এখনই সেখানে নিয়োগ করা যাবে না ।

উল্লেখ্য, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । সঙ্গে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে । পূর্ব মেদিনীপুর দু’টো সার্কেলে (এগরা ও মহিষাদল) নিয়ম মেনে প্রাইমারী প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন সাতজন শিক্ষক । সেই মামলাতেই আপাতত নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন:

  1. নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন, একাধিক বিষয়ে তথ্য তলব
  2. শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আশ্বাস হাইকোর্টের
  3. জাতীয় সংগীত অবমাননা মামলায় স্বস্তি বিজেপি বিধায়কদের, 'গ্রেফতার নয়', মৌখিক নির্দেশ আদালতের
Last Updated : Dec 5, 2023, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.