কলকাতা, 5 ডিসেম্বর: প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থা এই স্থগিতাদেশ দিয়েছেন ৷ তাঁর নির্দেশ, পূর্ব মেদিনীপুরের দু’টো সার্কেলে (এগরা ও মহিষাদল) শূন্যপদে এখনই কোনও নিয়োগ নয় । জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন আইন মেনে চলতে হয়, তা জানিয়ে হলফনামা জমা দিতে হবে । পরবর্তী শুনানি আগামী 18 ডিসেম্বর ।
মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস আদালতে জানান, অন্যান্য জেলার বিজ্ঞপ্তি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে । যেখানে কাউন্সেলিংয়ের নোটিস ইস্যু করা হয়েছিল । পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এমন কিছু করা হয়নি । জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ সার্কেল অনুযায়ী সিনিয়ারিটি দেখে প্রধান শিক্ষক নিয়োগ করে । তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতারা নিয়োগ পেয়ে গেলেন প্রধান শিক্ষক হিসেবে । নিজের বাড়ি থেকে 200 মিটারের মধ্যে নিয়োগ পেয়ে গেলেন । শিক্ষক সংগঠনের নেতা সুমন সাঁতরাকে নিয়োগপত্র বিতরণ করতেও দেখা গিয়েছে ।
বিচারপতি জানতে চান, "কী হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেয় । শূন্যপদের তালিকা প্রকাশ করা হয় কি ?" প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, কোথায় শূন্যপদ আছে দেখে নিয়োগ দেওয়া হয় । সিনিয়রিটির ভিত্তিতে নিয়োগ করা হয় । এই সুমন সাঁতরা বাড়ির থেকে 7 কিলোমিটার দূরে নিয়োগপত্র পেয়েছেন ।
বিচারপতি আরও জানতে চান, "অন্যান্য জেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউন্সেলিংয়ের নোটিস দেওয়া হয়েছে । একটা কিছুর ওপর নির্ভর করে তো পোস্টিং হবে ? সব কি ডিপিএসসি (জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ) নিজের মতো ঠিক করে নেবে ? কোনও যথাযথ আইন নেই ? পোস্টিংয়ের নির্দিষ্ট বিধি কোথায় ? হাওড়া, বাঁকুড়া, উত্তর 24 পরগনায় কাউন্সেলিং হলে, পূর্ব মেদিনীপুরে নয় কেন ?"
কিন্তু পোস্টিংয়ের ক্ষেত্রে আদালত বারবার প্রশ্ন করলেও কোনও সদুত্তর দিতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিচারপতি পর্যবেক্ষণে উল্লেখ করেন, 2016 সালের একটি বিধি রয়েছে । কিন্তু সেখানে কাউন্সেলিং বা পোস্টিং সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কিছু বলা নেই । যার ফলে সংসদগুলি পোস্টিংয়ের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়েছে । তাই হাইকোর্টের নির্দেশ, কোনও শূন্যপদ থাকলে এখনই সেখানে নিয়োগ করা যাবে না ।
উল্লেখ্য, তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । সঙ্গে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে । পূর্ব মেদিনীপুর দু’টো সার্কেলে (এগরা ও মহিষাদল) নিয়ম মেনে প্রাইমারী প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় আদালতে মামলা দায়ের করেন সাতজন শিক্ষক । সেই মামলাতেই আপাতত নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।
আরও পড়ুন: