কলকাতা, 3 এপ্রিল: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চন্দ্রকোনায় সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । তবে শান্তিপূর্ণ সভা করতে হবে এই শর্তেই বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন । পাশাপাশি সভা থেকে কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করা চলবে না । শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখার নির্দেশ বিচারপতির ।
প্রসঙ্গত, মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকড়া হাইস্কুল মাঠে পুলিশ সভা করতে না দেওয়ায় জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা । সেই মামলায় সোমবার এই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । চন্দ্রকোনার ঝাঁকড়া হাইস্কুল মাঠে কৃষক সভা করার অনুমতি দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ । পরে স্কুলের তরফে জানানো হয় প্রধান শিক্ষক এই অনুমতি দিতে পারেন না । পাশাপাশি পুলিশ অনুমতি দেওয়ার পরও হটাৎ করে তা প্রত্যাহার করে নেয় । এটা নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, "এটাই বিজেপি ফোবিয়া । তৃণমূল নেতৃত্ব ও মমতার পুলিশ বিজেপিকে ভয় পাচ্ছে ।"
বিজেপির পক্ষ থেকে গত 1 এপ্রিল স্কুলের মাঠে একটি সভা করার অনুমতি চাওয়া হয় প্রধান শিক্ষকের কাছে । প্রধান শিক্ষকের পক্ষ থেকে এই সভা করার অনুমতি দিলেও স্কুলের পরিচালন কমিটি তড়িঘড়ি একটি বৈঠক ডাকে ৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয় স্কুলের মাঠে কোনওরকম রাজনৈতিক সভা বা সমাবেশ করা যাবে না । এদিন সভার শেষ মুহূর্তে চন্দ্রকোনা টাউন থানার একটি চিঠি প্রকাশ্যে আসে । চিঠিটি পাঠানো হয় বিজেপির চন্দ্রকোনা টাউন দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মালের ঠিকানায় । তাতে বলা হয়, প্রধান শিক্ষক স্কুলের মাঠে সভা করার অনুমতি দিয়ে থাকলেও তা বাতিল করেছে বিদ্যালয়ের পরিচালন সমিতি ।
শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, "পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ ৷ তারা হটাৎ করে কেন সক্রিয় হয়ে এই সভা বাতিল করল?" তিনি জানান, অনুমতি প্রত্যাহার করা হলেও বেলা 3.30 মিনিটে চন্দ্রকোনার ওই স্কুলে যাবেন । যদিও একই সঙ্গে তিনি উচ্চ আদালতের দ্বারস্থও হয়েছিলেন ।
আরও পড়ুন: অনুমতি দিয়েও শুভেন্দুর সভা বাতিল পুলিশের, কর্মসূচি হচ্ছেই দাবি বিজেপির