কলকাতা, 4 সেপ্টেম্বর: নিউটাউনের এক মহিলাকে শারীরিক নির্যাতনের মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকী । কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ সোমবার তাঁর জামিন মঞ্জুর করেছে । তবে তাঁকে তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু’দিন দেখা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত । হাইকোর্টের আরও নির্দেশ, সংশ্লিষ্ট থানার বাইরে যেতে পারবেন না ভাঙড়ের বিধায়ক ।
উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিধায়ক আইএসএফের নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানি এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের হয় কলকাতার বৌবাজার ও বিধাননগর কমিশনারেটের নিউটাউন থানায় । সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে৷ তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নওশাদ ৷ তিনি এফআইআর খারিজের আবেদন করেন ৷ পাশাপাশি আবেদন জানান আগাম জামিনেরও ৷
তাঁর বক্তব্য ছিল, রাজনৈতিক ভাবে পারছে না বলে তাঁর চরিত্রহননের চেষ্টা হচ্ছে । বিভিন্নভাবে হেনস্তা করার পন্থা অবলম্বন করা হচ্ছে । তাঁর রাজনৈতিক কেন্দ্রে গোলমাল-সহ পার্টির কর্মীদের মারধর করা, কোনও কিছুতেই তাঁর সঙ্গে পেরে না উঠে শেষ পর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মতো অভিযোগ করতে প্ররোচিত করা হয়েছে ।
আরও পড়ুন: গ্রেফতারির আশঙ্কা! হাইকোর্টে আগাম জামিনের আবেদন নওশাদের
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই ভাঙড় বিধানসভা কেন্দ্রে নওশাদের দল আইএসএফকে আটকাতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিল শাসক দল । তার পরও সেখানে আইএসএফ ভালো ফল করেছে ৷ তবে এ দিন হাইকোর্টের নির্দেশের পর নওশাদ সিদ্দিকীর কী বক্তব্য, তা জানা যায়নি ৷