কলকাতা, 4 অক্টোবর: বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের সংহতি যাত্রা (মিছিল) তে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ বুধবার এই অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷ জানা গিয়েছে, সংগঠন 2টির তরফে, ৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সর্বোচ্চ 20টি বাইক ও তিনটে ট্রাকে ট্যাবলো সাজিয়ে মিছিল বের হবে । আদালত এদিন নির্দেশ দিয়েছে সর্বোচ্চ 200 জনের বেশি লোক কোনও মিছিলে থাকবে না । শান্তিপূর্ণ ভাবে মিছিল যাবে । মিছিল থেকে শব্দবিধি মেনে মাইক বাজানো যাবে । মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া যাবে না । কোনওভাবে জাতীয় বা রাজ্য সড়কের অর্ধেক জুড়ে মিছিল বের করা যাবে না ।
8 অক্টোবর, কলকাতার রানি রাসমণি মোড়ে কর্মসূচির শেষে যে সভা হবে সেখানেও দু'হাজারের বেশি লোকের জমায়েত হতে পারবে বলে হাইকোর্ট জানিয়েছে ৷ উত্তরবঙ্গের চার জেলা থেকে আদালতের শর্ম মেনেই মিছিল আসবে কলকাতায় ৷ প্রতি জেলায় পর্যাপ্ত পুলিশের ব্যাবস্থা রাখতে হবে । প্রতি জেলার এসপি/ কমিশনারদের এই মিছিলের উপর নজরদারি চালাতে হবে ৷ প্রয়োজনে রুট পরিবর্তন করতে হলে উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তা করতে হবে । কলকাতার মিছিলে চারটি ম্যাটাডোর, 30টি বাইক, 10টি ট্রাক নিয়ে মিছিল হবে ।
বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের সংহতি যাত্রা মিছিলের রুট ম্যাপ আদালতে জমা দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত । নির্দেশে বলা হয়, মামলার আবেদনকারীদের সব জেলার মিছিলের রুট ম্যাপ দিয়ে নতুন হলফনামা জমা দিতে হবে । এদিন সেই রুটম্যপ দেখার পর মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি ।
আরও পড়ুন: বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদের 'সংহতি যাত্রা'র রুট ম্যাপ জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
মঙ্গবারের শুনানিতে বিশ্বহিন্দু পরিষদের আইনজীবী ফিরোজ এডুলজি জানিয়েছিলেন, বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদ প্রতি বছর এমন মিছিল সমাবেশ করে । জলপাইগুড়ি থেকে যে মিছিল সভায় আসবে তাদের ব্যাপারে সার্কিট বেঞ্চ 29 সেপ্টেম্বর অনুমতি দিয়েছে । কিন্তু কলকাতা ও জেলায় অনুমতি পাওয়া যাচ্ছে না, রাজ্যের আপত্তিতে । সামনে দুর্গাপুজার সময় অসুবিধার সৃষ্টি হতে পারে, আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে পুলিশ-প্রশাসনের তরফে যুক্তি দেওয়া হচ্ছে ৷ দু'পক্ষের সওয়াল জবাব শেষে এদিন শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন বিচারপতি ৷