কলকাতা, 3 সেপ্টেম্বর : কলেজের পূর্ণ সময়ের অধ্যাপকদের বদলি নিয়ে আইনের কার্যকারিতার উপর চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি এই নির্দেশ দিয়েছেন ।
2017 সালে কলেজের অধ্যাপকদের বদলি সংক্রান্ত বিষয়ে একটি আইন আনে রাজ্য সরকার । আইনে বলা হয়, রাজ্য সরকার কলেজের পূর্ণ সময়ের অধ্যাপকদের বদলি করতে পারবে । এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান অধ্যাপক শুভদয় দাশগুপ্ত সহ বেশ কয়েকজন ৷ মূলত আইনের 11/2 ধারাকে চ্যালেঞ্জ করেন তাঁরা। মামলাকারীদের মূল বক্তব্য ছিল, অধ্যাপকদের বদলির বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারের বাইরে । কিন্তু, নতুন আইনের ফলে তাঁদের বদলির ক্ষমতা রাজ্য সরকারের হাতে এসেছে ৷ এর ফলে কোনও অধ্যাপকের সঙ্গে যদি রাজ্য সরকারের বিরোধ বাঁধে বা একজন অধ্যাপক তাঁর মতামত প্রকাশ করতে গিয়ে যদি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তবে তিনি রাজরোষে পড়তে পারেন । রাজ্য সরকার নিজের ইচ্ছে মতো তাঁকে বদলি করতে পারে ।
এর বিরুদ্ধে গত বছর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অধ্যাপকরা । চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্য সরকারের কাছে তাঁদের বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্ট । দিতে বলা হয় হলফনামা ৷ কিন্তু, রাজ্য সরকার কোনও হলফনামা জমা দেয়নি । গতকাল আবার মামলাটির শুনানি হয় বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জির সিঙ্গল বেঞ্চে । শুনানিতে তাদের বক্তব্য জানানোর জন্য ফের সময় চায় রাজ্য । সঙ্গে সঙ্গে আবেদনকারী অধ্যাপকদের তরফে আইনজীবী কল্লোল বসু বলেন, "রাজ্য সরকারকে সময় দেওয়া হোক আপত্তি নেই । কিন্তু ইতিমধ্যে যদি রাজ্য সরকার এই আইন চালু করে দেয় তাহলে অধ্যাপকদের সুরক্ষা কী রইল ?"
দু'পক্ষের বক্তব্য শোনার পর আগামী চার সপ্তাহের জন্য অধ্যাপকদের বদলি নিয়ে আইনের কার্যকারিতার উপর চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেন বিচারপতি ।