কলকাতা, 19 ডিসেম্বর: 24 ডিসেম্বরই হবে টেট পরীক্ষা । পরীক্ষা বাতিল নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে । একই সঙ্গে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে, যাতে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন । পরিবহণ দফতরকে উপযুক্ত পরিবহণের ব্যবস্থা রাখতে হবে । যাঁরা পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখাবেন, সেই পরীক্ষার্থীদের প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে হবে ৷
মামলাকারীর তরফে এ দিন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, "24 ডিসেম্বর টেটের পরীক্ষার দিন বদল করা হোক ৷ কারণ, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শহরে আসছেন । ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠান । ট্রাফিক বিকল হয়ে যেতে পারে ৷ ফলে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে না সময়মতো, রাস্তায় সমস্যা হতে পারে ।"
রাজ্যের আইনজীবী সম্রাট সেনের বক্তব্য, ‘‘পরীক্ষার মাত্র পাঁচটি সেন্টার কলকাতায় আছে । অনুষ্ঠান স্থল থেকে অনেক দূরে । চেতলা, যাদবপুর, সিঁথি-সহ মোট পাঁচটি জায়গায় । খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় । মোট 773টি কেন্দ্র আছে গোটা রাজ্যে ।’’
প্রধান বিচারপতি বলেন, "দ্বিতীয় আবেদনকারী পশ্চিম বর্ধমানের । গীতা পাঠ হবে কলকাতায় । এতে অসুবিধা কোথায় ? রাজ্য ও কলকাতা পুলিশকে নিশ্চিত করতে হবে, যাতে কোনও পরীক্ষার্থীর কোনও সমস্যা না হয় । পরিবহণ দফতরও পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করবে ।"
উল্লেখ্য, 24 ডিসেম্বর কলকাতায় আসতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলকাতায় কয়েক লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে । সনাতন সংস্কৃতি পরিষদ সংগঠনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
ওই দিনই রাজ্য সরকার টেট পরীক্ষার দিনক্ষণ ঠিক করেছে । আগে এই তারিখ ছিল 10 ডিসেম্বর ৷ পরে তা পিছিয়ে দিয়ে এটা করা হয়েছে । বিজেপি নেতা দিলীপ ঘোষ আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে ওই দিনের পরীক্ষা বাতিল করা হয় । কারণ, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা । কিন্তু দিলীপের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট ৷
আরও পড়ুন: