ETV Bharat / state

Calcutta High Court : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট - Duare Ration project

দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ পাশাপাশি এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ । তাদের এই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা ৷

ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট
ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট
author img

By

Published : Sep 15, 2021, 12:29 PM IST

Updated : Sep 15, 2021, 1:37 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয় । ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অরিন্দম সিনহা আজ এই নির্দেশ দিয়েছেন । আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিচারপতি । এদিকে, আজ থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা । স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের ৷

দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ পাশাপাশি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ । ডিলারদের বক্তব্য ছিল গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন সেটাই রীতি । পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে বিপুল পরিবহন সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের । তাই এই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করুক আদালত ।

অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল এটা একটা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করেছে রাজ্য সরকার । সাফল্য পেলে ভবিষ্যতে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে । পাশাপাশি, বেশিরভাগ ডিলাররাই প্রকল্পের কোনও বিরোধিতা করেননি ৷ কারণ রাজ্য তাদের পরিবহন ও অন্যান্য খরচ দেবে । সব দিক খতিয়ে দেখে বিচারপতি সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন ।

আরও পড়ুন, Teacher Transfer Case: বিনা আইনে চুক্তিভিত্তিক শিক্ষকদের কীভাবে বদলি, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের



ডিলারদের বক্তব্য ছিল এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি এবং বাড়িতে গিয়ে রেশন দেওয়াটা আইন সংগত নয় ৷ ডিলারদের পক্ষে তা সম্ভব নয় ৷ কারণ সেই পরিকাঠামো নেই রাজ্যে। পাশাপাশি বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য বিপুল খরচের বোঝা বহন করতে হবে তাদের । ডিলারদের স্বার্থ ক্ষুণ্ন করেই এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে । কারণ যে পরিমাণ কমিশন তারা পান, এই কমিশনের ভিত্তিতে এই প্রকল্প তাদের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় । দিল্লি সরকারও এই ধরনের প্রকল্প এনেছিল ৷ কিন্তু তা অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার ।

উল্লেখ্য, একজন ডিলারকে কুইন্টাল প্রতি 75 টাকা কমিশন দেয় রাজ্য সরকার । দুয়ারে রেশন প্রকল্পের জন্য সেটাই বাড়িয়ে দেড়শো টাকা করা হয়েছে । আজ থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা । স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে আর কোনও আইনি বাধা রইল না ।

কলকাতা, 15 সেপ্টেম্বর : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয় । ডিলারদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অরিন্দম সিনহা আজ এই নির্দেশ দিয়েছেন । আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিচারপতি । এদিকে, আজ থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা । স্বাভাবিকভাবেই হাইকোর্টের রায়ে স্বস্তি রাজ্য সরকারের ৷

দুয়ারের রেশন প্রকল্পে ডিলারদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ পাশাপাশি, এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একাংশ । ডিলারদের বক্তব্য ছিল গ্রাহকরা দোকানে এসে রেশন নেবেন সেটাই রীতি । পাশাপাশি, এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে বিপুল পরিবহন সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের । তাই এই প্রকল্পের উপর স্থগিতাদেশ জারি করুক আদালত ।

অন্যদিকে, রাজ্যের বক্তব্য ছিল এটা একটা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করেছে রাজ্য সরকার । সাফল্য পেলে ভবিষ্যতে এই প্রকল্পকে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হবে । পাশাপাশি, বেশিরভাগ ডিলাররাই প্রকল্পের কোনও বিরোধিতা করেননি ৷ কারণ রাজ্য তাদের পরিবহন ও অন্যান্য খরচ দেবে । সব দিক খতিয়ে দেখে বিচারপতি সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছেন ।

আরও পড়ুন, Teacher Transfer Case: বিনা আইনে চুক্তিভিত্তিক শিক্ষকদের কীভাবে বদলি, রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের



ডিলারদের বক্তব্য ছিল এই প্রকল্পের জন্য রাজ্য সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি এবং বাড়িতে গিয়ে রেশন দেওয়াটা আইন সংগত নয় ৷ ডিলারদের পক্ষে তা সম্ভব নয় ৷ কারণ সেই পরিকাঠামো নেই রাজ্যে। পাশাপাশি বাড়িতে গিয়ে রেশন দেওয়ার জন্য বিপুল খরচের বোঝা বহন করতে হবে তাদের । ডিলারদের স্বার্থ ক্ষুণ্ন করেই এই প্রকল্প বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে । কারণ যে পরিমাণ কমিশন তারা পান, এই কমিশনের ভিত্তিতে এই প্রকল্প তাদের পক্ষে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় । দিল্লি সরকারও এই ধরনের প্রকল্প এনেছিল ৷ কিন্তু তা অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার ।

উল্লেখ্য, একজন ডিলারকে কুইন্টাল প্রতি 75 টাকা কমিশন দেয় রাজ্য সরকার । দুয়ারে রেশন প্রকল্পের জন্য সেটাই বাড়িয়ে দেড়শো টাকা করা হয়েছে । আজ থেকে এই প্রকল্প পরীক্ষামূলকভাবে রাজ্যে চালু করার কথা । স্বাভাবিকভাবেই হাইকোর্টের নির্দেশে আর কোনও আইনি বাধা রইল না ।

Last Updated : Sep 15, 2021, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.