ETV Bharat / state

HC on CCTV Cameras : খোলা হোক শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরা, নির্দেশ হাইকোর্টের

শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের দিকের দুটি সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court directed to open two CCTV cameras in front of Shuvendu Adhikari's house) ৷ বিচারপতি রাজা শেখর মান্থা সিআরপিএফকে এই নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার ।

author img

By

Published : Apr 7, 2022, 9:26 PM IST

Calcutta High Court
Calcutta High Court

কলকাতা, 7 এপ্রিল : শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের দিকে তাক করে লাগানো দুটি সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court directed to open two CCTV cameras in front of Shuvendu Adhikari's house) । বিচারপতি রাজা শেখর মান্থা সিআরপিএফকে এই নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার ।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার কথা মাথায় রেখে তার বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই ক্যামেরা কোথায় লাগানো হবে না হবে সেটা রাজ্যের পুলিশ ও সিআরপিএফকে যৌথভাবে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট । শুভেন্দু অধিকারীর তরফে আদালতে জানান হয় দুটি ক্যামেরা তার নিজস্ব ব্যক্তিগত গোপনীয়তার অধিকাররের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে । তাই অবিলম্বে ওই দুটি ক্যামেরা খুলে নেওয়া হোক ।

বিচারপতি রাজা শেখর মান্থা সিয়ারপিএফকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ক্যামেরা দুটি খুলে নেওয়ার । পাশাপাশি যদি শুভেন্দু অধিকারীকে বা তার পরিবারের লোকজনকে কোনও হুমকি দেওয়া হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে থানায় জানাতে ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । তাঁর রাজ্য পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া এবং বিভিন্ন সময়ে রাজ্য পুলিশের অসহযোগীতার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । যদিও তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন ৷ তা সত্তেও রাজ্য পুলিশ যাতে বিরোধী দলের নেতা হিসাবে প্রয়োজনীয় নিরাপত্তা ও মর্যাদা তাকে দেয়, হাইকোর্টের বিচারপতি তার নির্দেশে সেই বিষয়টি আগেই স্পষ্ট করেছেন ।

আরও পড়ুন: Bhadu Sheikh murder case: রামপুরহাট কাণ্ডে ভাদু শেখের খুনের তদন্তেও সিবিআই ? রায়দান শিগগিরই

কলকাতা, 7 এপ্রিল : শুভেন্দু অধিকারীর বাড়ির সামনের দিকে তাক করে লাগানো দুটি সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court directed to open two CCTV cameras in front of Shuvendu Adhikari's house) । বিচারপতি রাজা শেখর মান্থা সিআরপিএফকে এই নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার ।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার কথা মাথায় রেখে তার বাড়ির চারদিকে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই ক্যামেরা কোথায় লাগানো হবে না হবে সেটা রাজ্যের পুলিশ ও সিআরপিএফকে যৌথভাবে দায়িত্ব দিয়েছিল হাইকোর্ট । শুভেন্দু অধিকারীর তরফে আদালতে জানান হয় দুটি ক্যামেরা তার নিজস্ব ব্যক্তিগত গোপনীয়তার অধিকাররের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে । তাই অবিলম্বে ওই দুটি ক্যামেরা খুলে নেওয়া হোক ।

বিচারপতি রাজা শেখর মান্থা সিয়ারপিএফকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ক্যামেরা দুটি খুলে নেওয়ার । পাশাপাশি যদি শুভেন্দু অধিকারীকে বা তার পরিবারের লোকজনকে কোনও হুমকি দেওয়া হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে থানায় জানাতে ।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । তাঁর রাজ্য পুলিশের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া এবং বিভিন্ন সময়ে রাজ্য পুলিশের অসহযোগীতার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি । যদিও তিনি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন ৷ তা সত্তেও রাজ্য পুলিশ যাতে বিরোধী দলের নেতা হিসাবে প্রয়োজনীয় নিরাপত্তা ও মর্যাদা তাকে দেয়, হাইকোর্টের বিচারপতি তার নির্দেশে সেই বিষয়টি আগেই স্পষ্ট করেছেন ।

আরও পড়ুন: Bhadu Sheikh murder case: রামপুরহাট কাণ্ডে ভাদু শেখের খুনের তদন্তেও সিবিআই ? রায়দান শিগগিরই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.