কলকাতা, 16 অক্টোবর: আদালতে রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় । তবে যদি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) অর্থাৎ তাঁকে গ্রেফতার বা অন্য কিছু করা হয়, তাহলে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট । ডিসেম্বরের চার তারিখ ফের এই মামলার শুনানি ।
সুমিত রায়ের তরফে আইনজীবী জিষ্ণু সাহা এ দিন বলেন, "2 অক্টোবর তাঁকে ডাকা হয়েছিল একবার । ব্যাংকের নথি-সহ সমস্ত কিছুর বিস্তারিত চাওয়া হয় সুমিত রায়ের কাছ থেকে । সেই তথ্য তিনি দিয়েছেন । ফের তাঁকে 12 অক্টোবর সমন পাঠানো হয় । আজ বেলা 12.30টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । তিনি হাজিরাও দিয়েছেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক বলেই তাঁকে বারবার জিজ্ঞসাবাদ করতে ডাকা হচ্ছে । তাঁকে যাতে গ্রেফতার না-করা হয় সেই নির্দেশ দেওয়া হোক ।"
তাঁর এই দাবির প্রেক্ষিতে ইডির তরফে আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, "ওরা জানে ইডির অফিস রবিবার বন্ধ থাকে । তা সত্ত্বেও ঠিক রবিবারই মেইল পাঠিয়ে জানানো হয়, আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে । এটা ফোরাম শপিং । এর আগে একাধিকবার আদালতে আবেদন করা হয়েছে ।"
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করল ইডি
বিচারপতি তীর্থংকর ঘোষ সুমিত রায়ের আইনজীবীর উদ্দেশে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার জন্য ইডির কাছে কোনও তথ্য প্রমাণ ছিল না । কিন্তু সুমিত রায়কে কেন গ্রেফতার করা হবে না, তার স্বপক্ষে সুমিত রায়ের কাছে কোনও নথি নেই । তাই তাঁকে সরাসরি গ্রেফতার করা যাবে না এই নির্দেশ এখনই আদালতের পক্ষে দেওয়া সম্ভব নয় ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে এ দিন ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস সূত্রে তাঁর পরিবারের প্রায় সব সদস্যের সম্পত্তির হিসাব চেয়েছে ইডি । সেই তদন্তের সূত্রেই সুমিত রায়ের নাম পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে । তাঁকে জিজ্ঞসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে ইডি ।