কলকাতা, 17 মার্চ: আরও চার প্রার্থীর চাকরি বাতিল করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta High Court again cancels 4 SSC recruitments)। প্যানেলে নাম না-থাকা সত্ত্বেও তাঁদের চাকরি দেওয়া হয়েছিল । স্কুল সার্ভিস কমিশন আজ আদালতে রিপোর্ট দিয়ে জানিয়েছে, তাঁদের কারও নাম মেধাতালিকায় ছিল না এবং স্কুল সার্ভিস কমিশন তাঁদের সুপারিশপত্র দেয়নি । বিচারপতি সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে যেন ওই চারজন প্রার্থীর চাকরি বাতিল করা হয় এবং এতদিন তাঁরা যা বেতন পেয়েছেন তা যেন ফেরত নেওয়া হয় ৷ এই চারজন প্রার্থী হলেন অভিজিৎ রায়, অরুণকুমার সিনহা, সাকিল ইমাম ও দিব্যেন্দু সমাদ্দার ।
2016 সালের স্টেট লেভেল সিলেকশন টেস্টে অংশগ্রহণ করেছিলেন সারমিন নাহার-সহ আরও আট চাকরিপ্রার্থী (HC cancels SSC recruitments)। পদার্থ বিজ্ঞান বিষয়ে তাঁদের নাম মেধাতালিকার ওয়েটিং লিস্টে থাকলেও তাঁরা চাকরি পাননি । কিন্তু উপরিউক্ত ওই চার প্রার্থী শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন । বাধ্য হয়ে ওই আটজন চাকরিপ্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । চার প্রার্থীর চাকরি বাতিলের পাশাপাশি সারমিন নাহার-সহ আটজনকে চাকরিতে নিযুক্ত করা যায় কি না, তাঁদের বক্তব্য শুনে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্যও স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন: HC on SSC Group C Case : গ্রুপ-ডির পর গ্রুপ-সি মামলাতেও অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন
মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "স্কুল সার্ভিস কমিশন প্রতিদিন স্বীকার করছে, যাঁদের কোথাও নাম নেই এ রকম শত শত প্রার্থী চাকরি পেয়েছেন । কিন্তু আদালতে তাঁরা দায়মুক্ত হতে চাইছে । কী পরিমাণ দুর্নীতির (Corruption in SSC recruitments) আখড়া এই স্কুল সার্ভিস কমিশন, তা সাধারণ মানুষ জানতেও পারে না । যোগ্যদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে ।"
অন্যদিকে শেখ ইনসান আলি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার । সেই মামলার আজকে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ব্যস্ত থাকার জন্য আপাতত ওই মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ । 11 এপ্রিল ফের শুনানি এই মামলার । পাশাপাশি সিবিআই অনুসন্ধানের নির্দেশের উপর 22 এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশ দিল হাইকোর্ট ।
আরও পড়ুন : SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের