কলকাতা, 21 এপ্রিল: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মানহানি মামলায় (Abhishek's defamation case against Suvendu) ডায়মন্ড হারবার আদালতের বিচারকের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । 14 দিনের মধ্যে ওই রিপোর্ট হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে হাইকোর্টে জমা করতে হবে (Calcutta HC seeks report from Diamond Harbour Court)। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভাশিস দাশগুপ্ত ।
ডায়মন্ড হারবার আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ওই মামলা ডায়মন্ডহারবার আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court order) আবেদন জানান বিরোধী দলনেতা । কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশ ছিল, মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না অভিষেক । কিন্তু ডায়মন্ড হারবার আদালত শুভেন্দু অধিকারীকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ জারি করে । এ ক্ষেত্রে নিম্ন আদালতের বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছে ৷ কিন্তু নিম্ন আদালতের জন্য কোনও নির্দেশ জারি করেনি ।
আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের মানহানি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের
বৃহস্পতিবার বিচারপতি দাশগুপ্তর প্রশ্ন, কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও নিম্ন আদালতের বিচারক কী ভাবে এই নির্দেশ জারি করতে পারেন ? এ বিষয়ে একটি রিপোর্ট তাঁকে কলকাতা হাইকোর্টের কাছে জমা দিতে হবে ।