কলকাতা 17 মে : ময়নাগুড়ি ধর্ষণ ও পরে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় জলপাইগুড়ির ডিআইজি-কে তদন্তে নজরদারি করার নির্দেশ দেওয়া হল । 20 জুনের মধ্যে আদালতে তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে তাঁকে (HC seeks investigation report to DIG in Maynaguri rape incidents)। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ।
বিজেপির তরফে আইনজীবী সুস্মিতা সাহা দত্ত মঙ্গলবার ফের আদালতে বলেন, "নির্যাতিতার বাবাকে জোর করে টিপ ছাপ দিয়ে নিয়েছে । তাই সে বলছে সিবিআই তদন্ত চায় না । বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করুক আদালত । অবিলম্বে তদন্তকারী অফিসারকে পরিবর্তন করা প্রয়োজন । বিষয়টির তদন্তের ভার যেন সিবিআইকে দেওয়া হয় । একজন মানুষ যে সামন্য রাজমিস্ত্রির কাজ করে সে উওরবঙ্গ থেকে কলকাতা হাইকোর্টে ছুটে আসছে শুধু এটা বলার জন্য যে তিনি সিবিআই তদন্ত চান না এটা বিশ্বাস যোগ্য ?"
আরও পড়ুন : Maynaguri Molestation : ময়নাগুড়িতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় ধৃত বিজেপি কর্মী
অন্যদিকে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল বলেন, "সঠিক পথেই তদন্ত হচ্ছে । আবেদনকারী কখনই তদন্তকে প্রভাবিত করতে পারে না । আদালত চাইলে রাজ্য কেস ডায়েরি দেখাতে প্রস্তুত । কেস ডায়েরি দেখার পর আদালত চাইলে সব প্রশ্নের উত্তর দিতে রাজ্য প্রস্তুত । জোর করে টিপ ছাপ হয়েছে এই বিষয়টি আদালত চাইলে যেকোনও উচ্চপদস্থ অধিকারিককে দিয়ে তদন্ত করাতে পারে ৷ তদন্ত এখনও পর্যন্ত ঠিক পথেই হচ্ছে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, এটি মেয়েটির বাবা আদালতে এসে জানিয়েছেন ।"
অন্যদিকে নামখানা ধর্ষণের মামলায় নির্যাতিতার অন্তর্বাস পরীক্ষা করার জন্য ল্য়াবে পাঠানো হয়নি বলে অভিযোগ করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত । এ ব্যাপারে পালটা রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল জানান, দময়ন্তী সেনের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে । সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত হচ্ছে । আদালত দুটি মামলাতেই 20 জুন তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে । ওইদিন মামলা দুটির পরবর্তী শুনানি ।