ETV Bharat / state

Lalan Sheikh Death Case: সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনার তদন্তে সিট, নির্দেশ কলকাতা হাইকোর্টের - লালন শেখ

বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷

Etv Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 1, 2023, 3:51 PM IST

Updated : May 1, 2023, 4:23 PM IST

কলকাতা, 1 মে: সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই বিশেষ তদন্তকারী দল বা সিট-এ কারা থাকবেন তাও বলে দিয়েছে আদালত ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ আইপিএস অফিসার প্রণব কুমার (আইজিপি) এর নেতৃত্বে গঠিত সিট এই তদন্ত করবে বলে জানা গিয়েছে। সঙ্গে থাকবেন হোমিসাইডের বীরেশ্বর চট্টোপাধ্যায় ৷ এই দুজন অফিসার ঠিক করবেন সিট-এর বাকি সদস্য কারা হবেন ৷ এক সপ্তাহের মধ্যে এই টিম গঠন করতে হবে ।

রাজ্য পুলিশকে দ্রুত এই নির্দেশ কার্যকর করার পাশাপাশি কলকাতা হাইকোর্ট আরও বলেছে, সিবিআই অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা সিট নিতে পারবে না । কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত তদন্ত রিপোর্টও পেশ করতে পারবে না বিশেষ তদন্তকারী দল ৷ নিম্ন আদালত ছাড়া আর কোথাও কোনওভাবে রিপোর্ট যাতে না-করা হয়, সেই বিষয়েও সতর্ক করে দিয়েছে হাইকোর্ট ৷ রাজ্যের কাছেও কোনও রিপোর্ট পেশ করতে হবে না এই বিশেষ তদন্তকারী দলকে ৷

পাশাপাশি, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আরও নির্দেশ দিয়েছেন, সিট গঠন না-হওয়া পর্যন্ত সিআইডি নতুন করে আর কোন তদন্ত করতে পারবে না । পাশাপাশি, সিবিআই আধিকারিকদের রক্ষাকবচও বহাল রেখেছে আদালত । অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না ৷ সিবিআই'কে সবরকম তদন্তে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশের পর প্রাথমিকের 2 মামলার নথি চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়

এছাড়াও, এই ঘটনায় সাত সিবিআই আধিকারিকের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তাও এদিন খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত । উল্লেখ্য, গত বছর গত 12 ডিসেম্বর রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় বগটুই গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের । বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তদন্ত শুরু করে রাজ্য পুলিশ । সিবিআই'য়ের সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ । গরুপাচার মামলার তদন্তকারী দুই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দের বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর ৷ এরপর রাজ্য পুলিশের তদন্ত ও এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই । আগেই এই সাত আধিকারিককে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট । সোমবার সেই মামলাতেই সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

কলকাতা, 1 মে: সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই বিশেষ তদন্তকারী দল বা সিট-এ কারা থাকবেন তাও বলে দিয়েছে আদালত ৷ সোমবার এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ৷ আইপিএস অফিসার প্রণব কুমার (আইজিপি) এর নেতৃত্বে গঠিত সিট এই তদন্ত করবে বলে জানা গিয়েছে। সঙ্গে থাকবেন হোমিসাইডের বীরেশ্বর চট্টোপাধ্যায় ৷ এই দুজন অফিসার ঠিক করবেন সিট-এর বাকি সদস্য কারা হবেন ৷ এক সপ্তাহের মধ্যে এই টিম গঠন করতে হবে ।

রাজ্য পুলিশকে দ্রুত এই নির্দেশ কার্যকর করার পাশাপাশি কলকাতা হাইকোর্ট আরও বলেছে, সিবিআই অফিসারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা সিট নিতে পারবে না । কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত তদন্ত রিপোর্টও পেশ করতে পারবে না বিশেষ তদন্তকারী দল ৷ নিম্ন আদালত ছাড়া আর কোথাও কোনওভাবে রিপোর্ট যাতে না-করা হয়, সেই বিষয়েও সতর্ক করে দিয়েছে হাইকোর্ট ৷ রাজ্যের কাছেও কোনও রিপোর্ট পেশ করতে হবে না এই বিশেষ তদন্তকারী দলকে ৷

পাশাপাশি, হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আরও নির্দেশ দিয়েছেন, সিট গঠন না-হওয়া পর্যন্ত সিআইডি নতুন করে আর কোন তদন্ত করতে পারবে না । পাশাপাশি, সিবিআই আধিকারিকদের রক্ষাকবচও বহাল রেখেছে আদালত । অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না ৷ সিবিআই'কে সবরকম তদন্তে সহযোগিতা করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট ৷

আরও পড়ুন: সুপ্রিম নির্দেশের পর প্রাথমিকের 2 মামলার নথি চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যালয়

এছাড়াও, এই ঘটনায় সাত সিবিআই আধিকারিকের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তাও এদিন খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত । উল্লেখ্য, গত বছর গত 12 ডিসেম্বর রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় বগটুই গণহত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের । বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় । তদন্ত শুরু করে রাজ্য পুলিশ । সিবিআই'য়ের সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ । গরুপাচার মামলার তদন্তকারী দুই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দের বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর ৷ এরপর রাজ্য পুলিশের তদন্ত ও এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই । আগেই এই সাত আধিকারিককে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট । সোমবার সেই মামলাতেই সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

Last Updated : May 1, 2023, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.