ETV Bharat / state

Calcutta High Court: জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ রাজ্যের সব সংশোধনাগারে

জেলের মধ্যে মোবাইল ব্যবহার রুখতে রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Feb 13, 2023, 10:13 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: জেলের মধ্যে বন্দিদের মোবাইল ব্যবহার রুখতে রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আগামী চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে আদালতে । বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ এমনটাই নির্দেশ দিয়েছে ৷

নির্দেশে বলা হয়েছে, বন্দিদের কোর্ট থেকে ফিরিয়ে আনার পর আগে তাদের সারা শরীর ওই মেশিনে তাল্লিশি করতে হবে । মোবাইল-সহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট যাতে জেলের ভিতরে ঢুকতে না-পারে, সেটা নিশ্চিত করতে হবে জেল দফতরকে । হাইকোর্টকে বিভ্রান্তিকর রিপোর্ট দেওয়ার জন্য কারা দফতরের একাধিক অফিসারের বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত । তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের লিখিত নির্দেশ দিলেও পরে রাজ্যের অনুরোধে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আদালতের তরফে । তারপরই মাদক মামলায় বহরমপুর জেলে থাকা দুই অভিযুক্তের জামিনের মামলায় এই নির্দেশ দেয় আদালত ।

তাজবুল শেখ ও শুকুর মণ্ডল 2022 সালের অক্টোবর মাসে জলঙ্গি থানা এলাকা থেকে মাদক মামলায় গ্রেফতার হয় । তাদের আইনজীবী চন্দ্রিমা দেবনাথের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । অন্য অভিযুক্তের বয়ানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় । সেই অভিযুক্ত জামিনে আছেন । আবেদনকারীদের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি । তাই তাদের জামিন মঞ্জুর করা হোক । সরকারি আইনজীবী রুদ্রদীপ্ত নন্দীর দাবি, এরা মাদক ব্যবসায় পারদর্শী । জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আবেদনকারীদের যোগ রয়েছে । সংশোধনাগার থেকে ফোনের মাধ্যমে তারা ব্যবসা চালাত ।

তারপরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সমস্ত সংশোধনাগারে ফুল বডি ইলেকট্রনিক্স স্ক্যানার বসাতে হবে । অভিযুক্তদের যখন সংশোধনাগারে নিয়ে আসা হবে ওই স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে তাদের কাছে কোন ডিভাইস আছে কি না । রাজ্যের সমস্ত সংশোধনাগারে আদালতের নির্দেশ মত জ্যামার বা ফুল বডি স্ক্যানার বসানো হলো কি না, সেই বিষয়ে একটি রিপোর্ট চার সপ্তাহ পর হাইকোর্টে জমা করতে হবে । চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: ইডিকে না জানিয়ে নিম্ন আদালত থেকে জামিন, ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 13 ফেব্রুয়ারি: জেলের মধ্যে বন্দিদের মোবাইল ব্যবহার রুখতে রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আগামী চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে আদালতে । বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ আজ এমনটাই নির্দেশ দিয়েছে ৷

নির্দেশে বলা হয়েছে, বন্দিদের কোর্ট থেকে ফিরিয়ে আনার পর আগে তাদের সারা শরীর ওই মেশিনে তাল্লিশি করতে হবে । মোবাইল-সহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট যাতে জেলের ভিতরে ঢুকতে না-পারে, সেটা নিশ্চিত করতে হবে জেল দফতরকে । হাইকোর্টকে বিভ্রান্তিকর রিপোর্ট দেওয়ার জন্য কারা দফতরের একাধিক অফিসারের বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করে আদালত । তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের লিখিত নির্দেশ দিলেও পরে রাজ্যের অনুরোধে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আদালতের তরফে । তারপরই মাদক মামলায় বহরমপুর জেলে থাকা দুই অভিযুক্তের জামিনের মামলায় এই নির্দেশ দেয় আদালত ।

তাজবুল শেখ ও শুকুর মণ্ডল 2022 সালের অক্টোবর মাসে জলঙ্গি থানা এলাকা থেকে মাদক মামলায় গ্রেফতার হয় । তাদের আইনজীবী চন্দ্রিমা দেবনাথের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে । অন্য অভিযুক্তের বয়ানের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় । সেই অভিযুক্ত জামিনে আছেন । আবেদনকারীদের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি । তাই তাদের জামিন মঞ্জুর করা হোক । সরকারি আইনজীবী রুদ্রদীপ্ত নন্দীর দাবি, এরা মাদক ব্যবসায় পারদর্শী । জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আবেদনকারীদের যোগ রয়েছে । সংশোধনাগার থেকে ফোনের মাধ্যমে তারা ব্যবসা চালাত ।

তারপরই বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যের সমস্ত সংশোধনাগারে ফুল বডি ইলেকট্রনিক্স স্ক্যানার বসাতে হবে । অভিযুক্তদের যখন সংশোধনাগারে নিয়ে আসা হবে ওই স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে তাদের কাছে কোন ডিভাইস আছে কি না । রাজ্যের সমস্ত সংশোধনাগারে আদালতের নির্দেশ মত জ্যামার বা ফুল বডি স্ক্যানার বসানো হলো কি না, সেই বিষয়ে একটি রিপোর্ট চার সপ্তাহ পর হাইকোর্টে জমা করতে হবে । চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি ।

আরও পড়ুন: ইডিকে না জানিয়ে নিম্ন আদালত থেকে জামিন, ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.