ETV Bharat / state

Calcutta HC Orders CBI Probe: চার বছর আগে নিখোঁজ যুবকের হদিশ পেতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের - সিবিআই তদন্ত

চার বছর আগে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং-এর (Youth went missing four years ago) ছাত্রের হদিশ পেতে সিআইডি-র হাত থেকে তদন্তভার সিবিআই-এর (Calcutta HC Orders CBI Probe) হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Calcutta HC orders CBI probe to find youth who went missing four years ago
চার বছর আগে নিখোঁজ যুবকের হদিশ পেতে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
author img

By

Published : Nov 28, 2022, 6:19 PM IST

কলকাতা, 28 নভেম্বর: চার বছর আগে নিখোঁজ যুবকের হদিশ পেতে সিবিআই তদন্তের (Calcutta HC Orders CBI Probe) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সিআইডির থেকে দ্রুত তদন্তভার হাতে নিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই মামলায় বাংলাদেশের একটি যোগ মেলায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে (Youth went missing four years ago)।

আদালত সুত্রে জানা যাচ্ছে যে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তৃষিত বিশ্বাস 2019 সালের নভেম্বরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । এই ঘটনায় নিউ আলিপুর থানা আট মাস পরে এফআইআর দায়ের করে । এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় । কিন্তু তিনি জামিন পেয়ে যান । পুলিশ মামলা ক্লোজ করে দেয় । পরে ওই ছাত্রটিকে খুঁজে পেতে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেন তাঁর বাবা ।

আরও পড়ুন: 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

ইতিমধ্যে ছেলের হদিশ দিতে তাঁদের বাড়িতে একটি ফোন আসে । পরে আসে একটি চিঠি । আদালতের নির্দেশে ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশে যোগাযোগ করা হয় । কিন্তু সেই ফোনের কোনও অস্তিত্ব নেই বলে জানানো হয় । বিচারপতি রাজাশেখার মান্থা ঘটনার জটিলতা দেখে এবং যেহেতু এই ঘটনার সঙ্গে দুটি দেশ যুক্ত, তাই তদন্তের সমন্বয়ের জন্য সিআইডির হাত থেকে সোমবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

কলকাতা, 28 নভেম্বর: চার বছর আগে নিখোঁজ যুবকের হদিশ পেতে সিবিআই তদন্তের (Calcutta HC Orders CBI Probe) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সিআইডির থেকে দ্রুত তদন্তভার হাতে নিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এই মামলায় বাংলাদেশের একটি যোগ মেলায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে (Youth went missing four years ago)।

আদালত সুত্রে জানা যাচ্ছে যে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র তৃষিত বিশ্বাস 2019 সালের নভেম্বরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান । এই ঘটনায় নিউ আলিপুর থানা আট মাস পরে এফআইআর দায়ের করে । এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় । কিন্তু তিনি জামিন পেয়ে যান । পুলিশ মামলা ক্লোজ করে দেয় । পরে ওই ছাত্রটিকে খুঁজে পেতে হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেন তাঁর বাবা ।

আরও পড়ুন: 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ, রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

ইতিমধ্যে ছেলের হদিশ দিতে তাঁদের বাড়িতে একটি ফোন আসে । পরে আসে একটি চিঠি । আদালতের নির্দেশে ইন্টারপোলের সাহায্যে বাংলাদেশে যোগাযোগ করা হয় । কিন্তু সেই ফোনের কোনও অস্তিত্ব নেই বলে জানানো হয় । বিচারপতি রাজাশেখার মান্থা ঘটনার জটিলতা দেখে এবং যেহেতু এই ঘটনার সঙ্গে দুটি দেশ যুক্ত, তাই তদন্তের সমন্বয়ের জন্য সিআইডির হাত থেকে সোমবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.