ETV Bharat / state

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ হাইকোর্টের - কলকাতা হাইকোর্টে

শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে রক্ষাকবচ দিল হাইকোর্ট ৷ আগামী সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল হাইকোর্ট
author img

By

Published : Jul 20, 2023, 5:10 PM IST

Updated : Jul 20, 2023, 5:31 PM IST

কলকাতা, 20 জুলাই: আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 24 জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট ৷ একইসঙ্গে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যাবতীয় নথি-তথ্য আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।

ইডি'র তরফে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন করা হয় অভিষেক বন্দোপাধ্যায়ের তরফে ৷ সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ সেই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। অভিষেক মনু সিংভি এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুর সময়ের সুবিধার জন্যই শুনানির সময় ধার্য করা হয়েছে সোমবার। তবে এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদৌ গ্রেফতার করার দরকার আছে কি না, তা আমরা জানতে চাই ইডি'র কাছে। আমরা স্পষ্ট হতে চাই তাঁকে হেফাজতে নিয়ে জেরার দরকার আছে কি না !"

ইডি'র তরফে আইনজীবী ফিরোজ এডুলজি এদিন বলেন, "শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইডি কবে তলব করার পরিকল্পনা করেছে, সেটা এখনই বলা যাচ্ছে না। তাকে গত 14 জুন ডাকা হয়েছিল। তিনি আসেননি ভোটে ব্যাস্ততার কথা বলে। তারপরে আর ডাকা হয়নি। ওঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য এবং নথি আছে ইডি'র হাতে।"

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি এবং সিবিআইকে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করেন অভিষেক। কিন্তু গত সপ্তাহে সুপ্রিমকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, হাইকোর্টেই এই মামলার শুনানি করে নিষ্পত্তি করতে হবে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ

ইতিমধ্যে অভিষেককে সিবিআই এবং ইডি জিজ্ঞসাবাদও করতে পারবে বলে নির্দেশে জানান হয়েছে। তবে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ আদালতের সময় নষ্ট করার জন্য 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, তা অবশ্য খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট।

কলকাতা, 20 জুলাই: আগামী সোমবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 24 জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিল হাইকোর্ট ৷ একইসঙ্গে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যাবতীয় নথি-তথ্য আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ।

ইডি'র তরফে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন করা হয় অভিষেক বন্দোপাধ্যায়ের তরফে ৷ সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ সেই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। অভিষেক মনু সিংভি এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজুর সময়ের সুবিধার জন্যই শুনানির সময় ধার্য করা হয়েছে সোমবার। তবে এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদৌ গ্রেফতার করার দরকার আছে কি না, তা আমরা জানতে চাই ইডি'র কাছে। আমরা স্পষ্ট হতে চাই তাঁকে হেফাজতে নিয়ে জেরার দরকার আছে কি না !"

ইডি'র তরফে আইনজীবী ফিরোজ এডুলজি এদিন বলেন, "শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ইডি কবে তলব করার পরিকল্পনা করেছে, সেটা এখনই বলা যাচ্ছে না। তাকে গত 14 জুন ডাকা হয়েছিল। তিনি আসেননি ভোটে ব্যাস্ততার কথা বলে। তারপরে আর ডাকা হয়নি। ওঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য এবং নথি আছে ইডি'র হাতে।"

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি এবং সিবিআইকে প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করেন অভিষেক। কিন্তু গত সপ্তাহে সুপ্রিমকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, হাইকোর্টেই এই মামলার শুনানি করে নিষ্পত্তি করতে হবে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ

ইতিমধ্যে অভিষেককে সিবিআই এবং ইডি জিজ্ঞসাবাদও করতে পারবে বলে নির্দেশে জানান হয়েছে। তবে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ আদালতের সময় নষ্ট করার জন্য 25 লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, তা অবশ্য খারিজ করে দেয় সুপ্রিমকোর্ট।

Last Updated : Jul 20, 2023, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.