ETV Bharat / state

HC on Sourav Case: সৌরভকে চক্রান্ত করে বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ ! মামলাকারীকে জরিমানা হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) চক্রান্ত করে বিসিসিআই সভাপতি পদ (BCCI President) থেকে সরানো হয়েছে, এই অভিযোগে করা মামলার শুনানিতে (HC on Sourav Case) মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানার (HC Fines Litigant) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷

Calcutta HC fines litigant who filed case that it was conspiracy to remove Sourav Ganguly from BCCI presidency
সৌরভকে চক্রান্ত করে বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ ! মামলাকারীকে জরিমানা হাইকোর্টের
author img

By

Published : Nov 14, 2022, 1:21 PM IST

Updated : Nov 14, 2022, 1:28 PM IST

কলকাতা, 14 নভেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বিসিসিআইয়ের সভাপতির (BCCI President) পদ থেকে সরানো হয়েছে চক্রান্ত করে, এই অভিযোগ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ সেই মামলায় মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানা (HC Fines Litigant) দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (HC on Sourav Case)।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সম্রাট সেন সোমবার আদালতে বলেন, "তিনি এই জনস্বার্থ মামলা সমর্থন করেন না । দায়িত্বের হাত বদল হওয়ার দরকার ছিল । এই নিয়ে আমার কোনও অভিযোগ নেই ।" অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী অশোক সেন বলেন, "এই মামলা সমর্থনযোগ্য নয় । মামলাকারীকে জরিমানা করে মামলা খারিজ করা হোক ।"

যদিও মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকারের যুক্তি ছিল, "জয় শাহ নিজের পদে দায়িত্বে বহাল রয়েছেন । অথচ সৌরভকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরানো হয়েছে ।" প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপসারণের নথি দেখতে চান ৷ মামলাকারীর আইনজীবী নথি দিতে না পারায় মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু সপ্তাহের মধ্যে মামলাকারীর আইনজীবীকে 25 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে । বিসিসিআই সভাপতি পদ থেকে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়া হল, তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল । মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, "বিসিসিআই সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি !" এই মর্মেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে ।

কলকাতা, 14 নভেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) বিসিসিআইয়ের সভাপতির (BCCI President) পদ থেকে সরানো হয়েছে চক্রান্ত করে, এই অভিযোগ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ সেই মামলায় মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানা (HC Fines Litigant) দেওয়ার নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (HC on Sourav Case)।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সম্রাট সেন সোমবার আদালতে বলেন, "তিনি এই জনস্বার্থ মামলা সমর্থন করেন না । দায়িত্বের হাত বদল হওয়ার দরকার ছিল । এই নিয়ে আমার কোনও অভিযোগ নেই ।" অন্যদিকে, কেন্দ্রের আইনজীবী অশোক সেন বলেন, "এই মামলা সমর্থনযোগ্য নয় । মামলাকারীকে জরিমানা করে মামলা খারিজ করা হোক ।"

যদিও মামলাকারীর আইনজীবী রমাপ্রসাদ সরকারের যুক্তি ছিল, "জয় শাহ নিজের পদে দায়িত্বে বহাল রয়েছেন । অথচ সৌরভকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সরানো হয়েছে ।" প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অপসারণের নথি দেখতে চান ৷ মামলাকারীর আইনজীবী নথি দিতে না পারায় মামলাকারীকে 25 হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।

আরও পড়ুন: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দু সপ্তাহের মধ্যে মামলাকারীর আইনজীবীকে 25 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে । বিসিসিআই সভাপতি পদ থেকে কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়া হল, তা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল । মামলাকারীর আইনজীবীর বক্তব্য ছিল, "বিসিসিআই সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি !" এই মর্মেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে ।

Last Updated : Nov 14, 2022, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.