কলকাতা, 9 ফেব্রুয়ারি: 573 জন চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (HC cancels recruitment of group D staffs)। রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে আকাশছোঁয়া দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি । এখনই চাকরি খারিজের পাশাপাশি তাঁদের এতদিন যে বেতন দেওয়া হয়েছে, তাও ফেরাতে হবে বলে নির্দেশ দিলেন তিনি ।
এ দিন ক্ষুব্ধ বিচারপতি (Calcutta HC directs to cancel the recruitment of 573 group d staffs ) বলেন, এঁদের সবাইকে মামলায় যুক্ত করা হলেও কেউ এখনও তাঁদের বক্তব্য জানাতে আসেননি । আর এই রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলেও সেখানে যে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, তারা এই কোর্টে সংশ্লিষ্ট দিনে কোনও রিপোর্ট দেওয়ার বা জানানোর প্রয়োজন বোধ করেনি ৷
সিবিআই তদন্তের নির্দেশ বাতিল করে ডিভিশন বেঞ্চ কমিটি করলেও, কীভাবে এই দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে হয়েছে কি না, কারা এর সঙ্গে যুক্ত, এই ব্যাপারগুলো দেখে প্রাথমিক ভাবে কিছুই জানায়নি কমিটি । 14 ফেব্রুয়ারি কমিটিকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতি (corruption in recruitment of group d staffs) হয়েছে মনে হওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছিল । কিন্তু সেই কমিটি দুমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কলকাতা হাইকোর্টের কাছে ফের অতিরিক্ত সময় চেয়েছে । করোনা পরিস্থিতিতে অনুসন্ধানের কাজ এখনও সম্পন্ন করা যায়নি বলে জানিয়েছেন তারা । মামলাটি বর্তমানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে বিচারাধীন রয়েছে । আজ মামলাটি শুনানির জন্য এলে ক্ষুব্ধ বিচারপতি 573 জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন । পাশাপাশি এঁদের বেতনের টাকা পুনরুদ্ধার করার নির্দেশও দিয়েছেন তিনি ।
আরও পড়ুন: Calcutta High Court : নিয়ম বহির্ভূত নিয়োগ আরও 500 ! সোমবার ফের হলফনামা দেওয়ার নির্দেশ এসএসসিকে