ETV Bharat / state

Calcutta High Court: বিজেপি নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে ভর্ৎসনার মুখে পুলিশ - আদালতের ভর্ৎসনার মুখে কলকাতা পুলিশ

বিজেপি মুখ্যপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের (Sanmoy Banerjee) ব্যাংক অ্যাকাউন্ট অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ সেই মামলাতেই হাইকোর্টের (Calcutta High Court) সমালোচনার মুখে পড়তে হল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখাকে ।

ETV Bharat
Calcutta High Court
author img

By

Published : Nov 4, 2022, 9:11 PM IST

কলকাতা, 4 নভেম্বর: বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের (Sanmoy Banerjee) ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখাকে । শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মান্থা বলেন, 'কারও বাক স্বাধীনতায় এইভাবে হস্তক্ষেপ করা যায় না ৷"

এরপরেই আদালত নির্দেশ দেয়, কোন আইনে কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখা একজন ব্যক্তির বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে তা লিখিতভাবে হলফনামা আকারে জমা দিতে হবে কোর্টে (Calcutta HC criticises kolkata police) । এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ।

আরও পড়ুন: ডিএ ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় । অভিযোগ, হেয়ার স্ট্রিট থানার মামলার ভিত্তিতে লালবাজারের গুন্ডা দমন শাখা তাঁর বেতনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার নোটিশ দেয় । তারপরেই ব্যাঙ্কের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট । এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সন্ময়বাবু ৷

কলকাতা, 4 নভেম্বর: বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের (Sanmoy Banerjee) ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখাকে । শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজশেখর মান্থা বলেন, 'কারও বাক স্বাধীনতায় এইভাবে হস্তক্ষেপ করা যায় না ৷"

এরপরেই আদালত নির্দেশ দেয়, কোন আইনে কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডা দমন শাখা একজন ব্যক্তির বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে তা লিখিতভাবে হলফনামা আকারে জমা দিতে হবে কোর্টে (Calcutta HC criticises kolkata police) । এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার ।

আরও পড়ুন: ডিএ ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায় । অভিযোগ, হেয়ার স্ট্রিট থানার মামলার ভিত্তিতে লালবাজারের গুন্ডা দমন শাখা তাঁর বেতনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার নোটিশ দেয় । তারপরেই ব্যাঙ্কের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট । এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সন্ময়বাবু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.