ETV Bharat / state

বড়দিন রাজ্যের উৎসব নয়, ফিরহাদের কেক বিতরণের অনুষ্ঠানকে বাতিলের নির্দেশ হাইকোর্টের! - প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম

Christmas Programme at Jodhpur Park: দুর্গাপুজো রাজ্যের অনুষ্ঠান বড়দিন নয় ৷ কেক খাওয়াতে হলে বস্তিতে গিয়ে খাওয়ান ৷ ফিরহাদ হাকিমের কেক বিতরণ অনুষ্ঠানকে বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:52 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের শিশুদের কেক বিতরণ অনুষ্ঠানের অনুমতি দিল না হাইকোর্ট । যোধপুর পার্কে রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জি জানানো হয়েছিল ৷ এই আবেদন শুনে ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ । বেঞ্চের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে এইভবে সমস্যায় ফেলার পক্ষে নয় আদালত । বিশেষত শিশুদের স্কুলের মতো জায়গায় তো নয়ই । সেই জন্য আদালত পরিষ্কার জানাচ্ছে কোনও রাস্তা বন্ধ করা যাবে না ৷ ওই জায়গায় কোনও অনুষ্ঠানও করা যাবে না ।

উদ্যোক্তাদের তরফে আদালতে বলা হয়, "অল্প সময়ের অনুষ্ঠান । কোনও রাস্তা অবরোধ করা হবে না সেখানে । ইতিমধ্যে অনুষ্ঠানের কুপন বিতরণ হয়ে গিয়েছে । " ক্ষুব্ধ প্রধান বিচারপতির বক্তব্য, "তাহলে কী , এইবারে পুলিশ নিরাপত্তাও পেয়ে যাবেন ! দুর্গাপুজো এই রাজ্যের ঐতিহ্য । এই রাজ্যের উৎসবের অঙ্গ । এই নিয়ে কোনও কথা শুনতে চাই না ।"

কলকাতার 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ আয়োজন করেছিল অনুষ্ঠানটির । এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের । শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । প্রধান বিচারপতি সাফ জানান, "বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয় । অনুষ্ঠান করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন ।"

মামলাকারী প্রাঞ্জলা সেনের তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "যোধপুর পার্কে একটা বিশেষভাবে সক্ষমদের স্কুল রয়েছে । একটা হাসপাতাল রয়েছে । সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । কেক বিতরণ করা হবে । গত দু'বছর ধরে এটা করা হচ্ছে ।"

আশিসকুমার চৌধুরি উদ্যোক্তাদের তরফে বলেন, "এর আগে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর সময় বিরোধিতা করা হয়নি । বড়দিন উপলক্ষে কেক বিতরণের অনুষ্ঠানের আয়োজন করতেই যত আপত্তি !"

প্রধান বিচারপতির পালটা বক্তব্য, "দুর্গাপুজো রাজ্যের ঐতিহ্য । তার সঙ্গে বড়দিনের তুলনা ! আপনাকে যদি করতেই হয় তাহলে রাজ্যের বাইরে গিয়ে করুন । আপনি বস্তিতে গিয়ে কেক বিতরণ করুন । এইভাবে স্কুলের সামনে রাস্তা আটকে এটা করা যাবে না । আপনি বিরাট বড় মানুষ । রাজ্যের বাইরে গিয়ে এই অনুষ্ঠান করুন । বলুন গিয়ে হাইকোর্টে এসে বার অ্যাসোসিয়েশনে কেক বিতরণ করতে ।"

রাজ্যের আইনজীবী আগেই হাত তুলে নিয়েছিলেন ৷ তিনি বলেন, "পুলিশ অনুমতি দেয়নি । রাস্তায় ভিড় করে অনুষ্ঠান করা যাবে না জানিয়েছে পুলিশ ।"

আরও পড়ুন:

  1. আলোর মেলায় সেজেছে বো ব্যারাক, বড়দিনের উৎসবের উদ্বোধন কবে ?
  2. ক্রিসমাস-নিউইয়ারে ঠাসা ভিড় শৈলরানিতে, হাউজফুল হোটেল থেকে হোম-স্টে
  3. 'নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে আসুন এজলাসে', আইনজীবীদের আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 21 ডিসেম্বর: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের শিশুদের কেক বিতরণ অনুষ্ঠানের অনুমতি দিল না হাইকোর্ট । যোধপুর পার্কে রাস্তা আটকে বড়দিনের কেক বিতরণের অনুষ্ঠানের আর্জি জানানো হয়েছিল ৷ এই আবেদন শুনে ক্ষুব্ধ হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ । বেঞ্চের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে এইভবে সমস্যায় ফেলার পক্ষে নয় আদালত । বিশেষত শিশুদের স্কুলের মতো জায়গায় তো নয়ই । সেই জন্য আদালত পরিষ্কার জানাচ্ছে কোনও রাস্তা বন্ধ করা যাবে না ৷ ওই জায়গায় কোনও অনুষ্ঠানও করা যাবে না ।

উদ্যোক্তাদের তরফে আদালতে বলা হয়, "অল্প সময়ের অনুষ্ঠান । কোনও রাস্তা অবরোধ করা হবে না সেখানে । ইতিমধ্যে অনুষ্ঠানের কুপন বিতরণ হয়ে গিয়েছে । " ক্ষুব্ধ প্রধান বিচারপতির বক্তব্য, "তাহলে কী , এইবারে পুলিশ নিরাপত্তাও পেয়ে যাবেন ! দুর্গাপুজো এই রাজ্যের ঐতিহ্য । এই রাজ্যের উৎসবের অঙ্গ । এই নিয়ে কোনও কথা শুনতে চাই না ।"

কলকাতার 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ আয়োজন করেছিল অনুষ্ঠানটির । এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের । শুনে ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম । প্রধান বিচারপতি সাফ জানান, "বড়দিন এই রাজ্যের অনুষ্ঠান নয় । অনুষ্ঠান করতে হলে রাজ্যের বাইরে গিয়ে করুন ।"

মামলাকারী প্রাঞ্জলা সেনের তরফে আইনজীবী সৌম্য মজুমদার বলেন, "যোধপুর পার্কে একটা বিশেষভাবে সক্ষমদের স্কুল রয়েছে । একটা হাসপাতাল রয়েছে । সেখানে বড়দিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । কেক বিতরণ করা হবে । গত দু'বছর ধরে এটা করা হচ্ছে ।"

আশিসকুমার চৌধুরি উদ্যোক্তাদের তরফে বলেন, "এর আগে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোর সময় বিরোধিতা করা হয়নি । বড়দিন উপলক্ষে কেক বিতরণের অনুষ্ঠানের আয়োজন করতেই যত আপত্তি !"

প্রধান বিচারপতির পালটা বক্তব্য, "দুর্গাপুজো রাজ্যের ঐতিহ্য । তার সঙ্গে বড়দিনের তুলনা ! আপনাকে যদি করতেই হয় তাহলে রাজ্যের বাইরে গিয়ে করুন । আপনি বস্তিতে গিয়ে কেক বিতরণ করুন । এইভাবে স্কুলের সামনে রাস্তা আটকে এটা করা যাবে না । আপনি বিরাট বড় মানুষ । রাজ্যের বাইরে গিয়ে এই অনুষ্ঠান করুন । বলুন গিয়ে হাইকোর্টে এসে বার অ্যাসোসিয়েশনে কেক বিতরণ করতে ।"

রাজ্যের আইনজীবী আগেই হাত তুলে নিয়েছিলেন ৷ তিনি বলেন, "পুলিশ অনুমতি দেয়নি । রাস্তায় ভিড় করে অনুষ্ঠান করা যাবে না জানিয়েছে পুলিশ ।"

আরও পড়ুন:

  1. আলোর মেলায় সেজেছে বো ব্যারাক, বড়দিনের উৎসবের উদ্বোধন কবে ?
  2. ক্রিসমাস-নিউইয়ারে ঠাসা ভিড় শৈলরানিতে, হাউজফুল হোটেল থেকে হোম-স্টে
  3. 'নতুন বছরের দিকে তাকিয়ে মান-অভিমান ভুলে আসুন এজলাসে', আইনজীবীদের আবেদন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.