কলকাতা, 21 মে: পৌর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা অবশেষে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে ৷ আগামিকাল অর্থাৎ সোমবার সকালে শুনানি হতে চলেছে বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। গত শুক্রবার মামলাটি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি শোনার এক্তিয়ার নেই বলে ছেড়ে দেন। তারপরই প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি সোমবারের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত করার অনুমতি দেওয়ার পর থেকে তা আটকাতে রাজ্য সুপ্রিমকোর্ট পর্যন্ত গিয়েছিল। কিন্তু সুপ্রিমকোর্ট মামলাটি হাইকোর্টের অন্য বিচারপতির বেঞ্চে পাঠিয়ে নিস্পত্তি করার নির্দেশ দেয়। সেই মতো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি স্থানান্তরিত হলেও এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্য বাধ্য হয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে। সেই মামলাটির আগামিকাল শুনানি হতে চলেছে বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে হুগলির প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। অয়ন শীলকে গ্রেফতার করার পর তাকে জেরায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা চমকে যাওয়ার মতো তথ্য হাতে পায়। রাজ্যের প্রায় 44টি পৌরসভায় নিয়োগ দুর্নীতির হদিশ পায় তারা। যার সঙ্গে যুক্ত অয়ন। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরির লেনদেন হয়েছে। কিন্তু সিবিআই-ইডি যেহেতু শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুনীর্তির তদন্ত করছিল তাই পৌর নিয়োগের ব্যাপারে তদন্তে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের।
আরও পড়ুন: পৌর নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই-ইডি, নির্দেশ হাইকোর্টের
বাধ্য হয়ে তারা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি নতুন এফআইয়ার দায়ের করে তদন্তের নির্দেশ দেন।সেই নির্দেশের বিরুদ্ধেই আগামিকাল রাজ্যের আপিল সংক্রান্ত মামলায় হাইকোর্টকে নির্দেশ দেয় ৷ আর তার দিকে তাকিয়ে সব পক্ষই।